শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পাকিস্তান নতুন ‘শোয়েব আখতারকে’ নিয়েই অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৯, ২০১৯
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গতির ঝড় তুলে নজর কেড়েছেন মোহাম্মদ হাসনাইন। তাকে ভাবা হচ্ছে ভবিষ্যত পাক ‘শোয়েব আখতার’। আন্তর্জাতিক ক্রিকেটেও নিজেকে মেলে ধরার সুযোগ পেয়ে যাচ্ছেন ১৮ বছরের বোলিং বিস্ময়। তাকে নিয়েই আসন্ন পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে পাকিস্তান।

চলতি মাসের শেষদিকে সংযুক্ত আরব আমিরাতে অজিদের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে পাকরা। ২২ মার্চ শারজায় গড়াবে প্রথম ম্যাচ। এজন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই দলে ঠাঁয় মিলেছে মোহাম্মদ হাসনাইনের।

পাকিস্তানের জনপ্রিয় ঘরোয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে খেলছেন হাসনাইন। চার ম্যাচে শিকার করেছেন ৫ উইকেট। উইকেট কম পেলেও বিদ্যুৎগতি, নিখুঁত লাইন-লেন্থ, সর্পিল সুইং, স্লোয়ার ডেলিভেরি, ভয়ংকর বাউন্সার, ডেথ ওভারে ব্লক হোলে দুর্দান্ত ইয়র্কার মারার সক্ষমতা দেখিয়েছেন তিনি।

তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে সিন্ধুর ছেলে হাসনাইনের গতি। ঘড়ি ঘণ্টায় ১৫১ কিলোমিটার পর্যন্ত গতি তুলেছেন সম্ভাবনাময়ী ও প্রতিশ্রুতিশীল এ পেসার। পিএসএলের চতুর্থ আসরে যা সর্বোচ্চ। সুঠাম দেহ, প্রাণশক্তিতে ভরপুর মন, ব্যাঘ্রগতির দৌড় এবং শরীরে রয়েছে প্রচুর দম। স্বাভাবিকভাবেই নিয়মিত এর কাছাকাছি গতি তুলতে পারেন তিনি।

আসছে ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে গড়াবে আইসিসি বিশ্বকাপ-২০১৯। হাতে আছে মাত্র প্রায় দুই মাস। সেটি মাথায় রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে দল দিয়েছেন পাকিস্তান নির্বাচকেরা। সিরিজে নিয়মিত অধিনায়ক সরফরাজ আহমেদসহ ৬ খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছেন তারা। দলকে নেতৃত্ব দেবেন শোয়েব মালিক।

সরফরাজ ছাড়াও রেস্টে রাখা হয়েছে ফখর জামান, বাবর আজম, শাদাব খান ও হাসান আলিকে। দলে জায়গা পাননি চোটাক্রান্ত মোহাম্মদ হাফিজ। দুই বছর পর আবার জাতীয় দলে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান উমর আকমল। প্রত্যাবর্তন ঘটেছে জুনায়েদ খানের। টেস্ট বিশেষজ্ঞ লেগ স্পিনার ইয়াসির শাহ ও পেসার মোহাম্মদ আব্বাসও স্কোয়াডে আছেন।

তবে সবার দৃষ্টি থাকবে হাসনাইনের ওপর। দলে স্থান পেয়েছেন ৩১ বছর বয়সী ব্যাটসম্যান আবিদ আলী। দুজনই অভিষেকের অপেক্ষায় আছেন। রয়েছেন অফফর্মে থাকা মোহাম্মদ আমির।

তারকা খেলোয়াড়দের বিশ্রাম দেয়া নিয়ে প্রধান নির্বাচক ইনজামাম-উল হকের পরিষ্কার জানিয়েছেন, পাকিস্তান টানা ক্রিকেট খেলছে। তাই ধকল কাটাতে সরফরাজসহ কয়েকজনকে বিশ্রাম দেয়া হয়েছে। সামনে রয়েছে শোপিস ইভেন্ট। বিশ্বকাপে সবাইকে সতেজ পাওয়াই আমাদের লক্ষ্য।

পাকিস্তান স্কোয়াড: আবিদ আলি, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), জুনায়েদ খান, শান মাসুদ, মোহাম্মদ আমির, উমর আকমল, ইমাম-উল-হক, ফাহিম আশরাফ, মোহাম্মদ আব্বাস, হারিস সোহেল, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাসনাইন, শোয়েব মালিক (অধিনায়ক), ইয়াসির শাহ, উসমান শেনওয়ারি ও সাদ আলি।

আর পড়তে পারেন