মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১২, ২০২০
news-image

 

জাকির হোসেন হাজারী:
কুমিল্লার দাউদকান্দিতে পুকুরে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে বিশ লাখ টাকার মাছ মারার অভিযোগ উঠেছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের নগরপার গ্রামের দুধ মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম একই গ্রামের ডা. দেলোয়ারা আক্তার তাপসীর পুকুরটি মৌখিক লিজ নিয়ে মাছ চাষ করেছেন। পুকুরটিতে রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস, কার্পসহ বিভিন্ন প্রজাতির প্রায় বিশ লাখ টাকার মাছ মজুদ ছিলো বলে জানান জাহাঙ্গীর আলম। তিনি বলেন, এই মাছ গুলো বিভিন্ন মৎস্য প্রকল্পে দেয়ার কথা ছিলো। আর আমার মেয়াদ শেষ হওয়ার আগেই পুকুরটি অন্যত্র লিজ দেয়া হয়েছে। এখন কে বা কারা আমার এতো বড় ক্ষতি করেছে আমি জানিনা।

ডা. দেলোয়ার আক্তার তাপসী বলেন, পুকুরটি দুইবছরের জন্য জাহাঙ্গীরকে দিয়েছি। মেয়াদ শেষ হওয়ার পর আমার খালাতো বোন কামরুন নাহার বোন অন্যজনের নিকট লিজ দিয়েছে। ২/৩দিনের মধ্যে পুকুর খালি করে দিবে বলে পানি কমানোর জন্য মেশিন লাগিয়েছে। আর এখন বলে ওর মাছ কেউ বিষ দিয়ে মেরে ফেলেছে। বিষয়টা কেমন যেন মনে হচ্ছে।

দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, মাছ নিধনের ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছি। তবে এব্যাপারে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি।

আর পড়তে পারেন