Tag Archives: আলেখারচর বিশ্বরোড

কুমিল্লার আলেখারচরে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ১

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার আলেখারচর থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ মোঃ অমিত হাসান (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে জেলার আলেখারচর বিশ্বরোড এলাকা থেকে ৭০ বোতল ফেন্সিডিলসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার পীর কাশিমপুর গ্রামের মোঃ ইদন মিয়ার ছেলে মোঃ অমিত হাসান (১৯)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব এ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ বিষয়ে আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।