আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, নির্বাচন নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট। প্রধান উপদেষ্টা ইতোমধ্যেই জানিয়েছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই অনুযায়ী নির্বাচন কমিশনকে (ইসি) প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং ইসিও সে প্রস্তুতি নিচ্ছে।
রোববার (১৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এর আগে তিনি একনেক সভায় অংশ নেন।
নির্বাচনের সময় ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন অবস্থান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “রাজনৈতিক দলগুলোর নিজস্ব হিসাব-নিকাশ বা কৌশল থাকতে পারে। তবে সরকারের অবস্থান পরিবর্তনের কোনো সুযোগ নেই। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে।”
এসময় দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানো প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিদেশি মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয়ে কোনো লিখিত নির্দেশনা আমাদের জানা নেই। এ বিষয়ে উপদেষ্টা পরিষদেও আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্কও নেই।”
এছাড়া সিলেটে পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “সেখানে প্রশাসনের যোগসাজশ ছিল বা তারা নীরব থেকেছে। এ ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং দ্রুত সিদ্ধান্ত আসবে।”