Tag Archives: কালিকাপুর ইউনিয়ন

কুমিল্লার চৌদ্দগ্রামে একাধিক অভিযানে ৪৩ কেজি গাঁজাসহ আটক ৫

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে একাধিক অভিযানে ৪৩ কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার (৫ এপ্রিল) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক নাজমুল হাসান, আলমগীর হোসেন ও মেহেদি হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার কালিকাপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকায় ২৫ কেজি গাঁজাসহ জয়নাল আবেদীন ও নুরুজ্জামানকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করে পুলিশ।

আটককৃতরা হলেন, উপজেলার উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে মো: নাছির (২৭) প্রকাশ টোকাই নাছির, সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের ধনপুর গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে সুমন মিয়া (৪০), ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বেউতা এলাকার দুলাল মিয়ার ছেলে জয়নাল আবদীন (৩৫), একই এলাকার আলী আক্কাসের ছেলে নুরুজ্জামান (৩৮) ও চৌদ্দগ্রাম পৌর এলাকার লক্ষীপুর গ্রামের কামাল হোসেনের ছেলে শাহাদাত (৩৩)।

এদিকে মঙ্গলবার রাতে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক লিটন চাকমা ও বিকাশ বড়ুয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার উজিরপুর ইউনিয়নের ঘাসিগ্রাম এলাকার মাহবুবুর রহমানের বাড়ির রাস্তার উপর হতে ১৪ কেজি গাঁজাসহ নাছির ও সুমন নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

অপরদিকে মঙ্গলবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক কাইয়ুম হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পৌরসভার লক্ষীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রান্নাঘর থেকে ৪ কেজি গাঁজাসহ শাহাদত নামে একজনকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ ৫ মাদক কারবারিকে আটক করা হয়। আসামীদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

চৌদ্দগ্রামে ৩৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে ৩৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি রেইডিং টিম। এসময় একটি সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়।

শনিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার কালিকাপুর ইউনিয়নের দৌলবাড়ি গ্রামস্থ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশ থেকে এ মাদক উদ্ধার করা হয়।

কুমিল্লার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক তত্বাবধানে ও উপপরিদর্শক মোঃ মুরাদ হোসেনের নেতৃত্বে এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এসময় আসামী রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে উপপরিদর্শক মোঃ মুরাদ হোসেন বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি অজ্ঞাত মামলা দায়ের করেন।

চৌদ্দগ্রামে তৃতীয় বিয়েতে বাধা দেয়ায় নিজের ঘর পুড়ল মাদকাসক্ত যুবক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রথম স্ত্রী কর্তৃক তৃতীয় বিয়েতে বাধা দেয়ায় ক্ষীপ্ত হয়ে পরিবারের সদস্যদের মারধর ও নিজ ঘরে আগুন দিয়েছে মাদকাসক্ত হোসেন মিয়া। আগুনে তিনটি ঘর পুড়ে যাওয়াসহ ১৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। হোসেন মিয়া ওই গ্রামের জয়নাল আবেদীনের পুত্র।

স্থানীয় লোকজন ধাওয়া করে মাদকাসক্ত হোসেন মিয়াকে আটক শেষে পুলিশের নিকট সোপর্দ করেছে। সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন স্থানীয় প্রবাসী যুবলীগ নেতা মোঃ শাহ আলম।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িত রয়েছে হোসেন মিয়া। এরই মধ্যে সে দুইটি বিয়ে করে স্ত্রীদের ঘরে রেখেছে। সম্প্রতি আবারও এক মেয়ের সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে হোসেন মিয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি জানতে পেরে প্রথম স্ত্রী মোবাইলে নতুন প্রেমিকাকে ঘরে দুই স্ত্রী থাকার কথা জানিয়ে দেয়। নতুন প্রেমিকা বিষয়টি হোসেন মিয়াকে জানালে সে ক্ষীপ্ত হয়ে প্রথম স্ত্রীকে শুক্রবার দুপুরে মারধর শুরু করে। প্রথম স্ত্রীর কান্নার আওয়াজ শুনে হোসেন মিয়ার পিতা জয়নাল আবেদীন তাকে বাধা দেয়। এক পর্যায়ে পিতা জয়নাল আবেদীনকেও মারধর করে। এতে ক্ষ্যান্ত হয়নি হোসেন মিয়া। মুহুর্তের মধ্যে সে নিজ বসতঘরে আগুন লাগিয়ে দেয়।

খবর পেয়ে পাশের মসজিদ থেকে নামাজ শেষে মুসল্লিরা বের হয়। লোকজনের উপস্থিতি টের পেয়ে হোসেন মিয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে হোসেন মিয়াকে চৌদ্দগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করে স্থানীয় লোকজন।