Tag Archives: কুমিল্লার

কুমিল্লার বাজারে শীতের পোশাকের

কুমিল্লার বাজারে শীতের পোশাকের বিক্রি জমে উঠেছে ফুটপাতে

কুমিল্লার বাজারে শীতের পোশাকের বিক্রি জমে উঠেছে ফুটপাতে

মো.হাবিবুর রহমান মুন্না:

দরজায় কড়া নাড়ছে শীত। ইতোমধ্যে কুমিল্লা নগরীসহ জেলার ১৭টি উপজেলার সর্বত্র বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। শহরের দক্ষিণ -পূর্বাঞ্চলের গ্রাম গুলোতে বইছে শীতের হিমেল হাওয়া। নগরীতে শীতের আমেজ এখনও তেমন না থাকলেও শেষ রাতের শীতল আবহাওয়া গায়ে কাঁথা বা চাদর জড়াতে বাধ্য করছে মানুষজনকে। শীতের সঙ্গে বাড়ছে গরম কাপড়ের চাহিদা। নগরীর শপিংমলগুলোর বড় দোকান থেকে শুরু করে ফুটপাতের দোকানেও চলে এসেছে শীতের পোশাক। সপ্তাহখানেক আগে থেকে বেচাবিক্রিও শুরু হয়েছে। শপিং মলে এখনও তেমন বেচাবিক্রি চোখে না পড়লেও ফুটপাতে শীতের কাপড়ের আগাম বেচাকেনা ভালোই চলছে।

বিকাল থেকে রাত অবধি বিক্রেতাদের হাঁকডাকে জমজমাট হয়ে উঠেছে নগরীর ভ্রাম্যমাণ দোকানগুলো। মঙ্গলবার (৩ ডিসেম্বর ) কুমিল্লা নগরীর চকবাজার, ছাতিপট্রি,রাজগন্জ ও কান্দিরপাড়ের ফুটপাত ও শপিং মলে এমন চিত্র দেখা যায়।

সরেজমিন ঘুরে দেখা যায়, নিম্নবিত্ত ও স্বল্প আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের মানুষেরাও শীতবস্ত্র কিনতে ফুটপাতের দোকানে ভিড় করছেন। শীতের জ্যাকেট, চাদর, গেঞ্জি, হুডি, মাফলার, পুরনো কমফোর্টার, হাতমোজা, কান-টুপিসহ সবধরনের শীতবস্ত্রই মিলছে এসব দোকানে। অনেক দোকানে আবার শুধুই শিশুদের শীতের কাপড় বিক্রি হচ্ছে।
কুমিল্লা শহরের চকবাজার এলাকায় ফুটপাতে শীতবস্ত্র বিক্রি করেন রিয়াদুল। দৈনিক পূর্বাশাকে তিনি বলেন, ফুটপাতে কাপড় বিক্রি করেই সংসার চালাই। সামনে শীতের মৌসুম, তাই শীতবস্ত্র বিক্রি শুরু করেছি। গতবছরের অনেক শীতের কাপড় রয়ে গেছিল। এখন সেগুলো কম দামে বিক্রি করছি।

এই বিক্রেতা আরও বলেন, এ বছর নতুন করে যেসব কাপড় আসবে সেগুলোর দাম আগের তুলনায় একটু বেশি। এখন সব ১০০ টাকা করে বিক্রি করছি। নতুন কাপড়ের দাম আরেকটু বেশি হবে। পুরনো কাপড় বিক্রি শেষ হয়ে গেলে নতুন কাপড় বিক্রি করবো। গতবারের তুলনায় এবার এক লটে দু’আড়াই হাজার টাকা বেশি দিয়ে কাপড় কিনতে হয়েছে।

ফুটপাতে জমজমাট বেচাকেনা

নগরীর চকবাজার থেকে শুরু করে কান্দিরপাড় টাউনহলের গেইট পর্যন্ত ফুটপাতে জমে উঠেছে শীতের পোশাক বিক্রি। এছাড়াও নিউ মার্কেট, পুলিশ লাইন ও শাসনগাছা পুরো এলাকা জুড়ে জমজমাট বিক্রি দেখা গেছে।

নগরীর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের সামনে শিশুদের শীতের পোশাক বিক্রি করছেন শাহাদাত হোসেন। দৈনিক পূর্বাশাকে তিনি বলেন, গত বছরের তুলনায় এবার শীতের পোশাক পাইকারি হিসেবে বেশি দরে কিনতে হয়েছে। বেচাবিক্রিও মোটামুটি ভালো। শীত বাড়লে বেচাবিক্রি আরও বাড়বে।

ফুটপাত থেকে সন্তানের জন্য শীতবস্ত্র কিনতে এসেছেন শাহিনা আক্তার নামের একজন গৃহিণী। দৈনিক পূর্বাশাকে তিনি বলেন, শীত শুরুর আগেই বাচ্চাদের জন্য শীতের পোশাক নিয়ে নিচ্ছি। শীত বাড়লে আবার দাম বেড়ে যাবে। তাই আগেভাগেই কিনে ফেলছি। সাতশো টাকার মধ্যে তিন বাচ্চার শীতের পোশাক কিনে ফেলেছি।

ফুটপাত থেকে নিজের জন্য সোয়েটার কিনতে আসা রফিক মিয়া নামে একজন রিকশাচালক বলেন, দিনে শীত না পড়লেও রাতে রিকশা চালাতে ঠান্ডা লাগে। তাই একটা সোয়েটার কিনতে এসেছি। কিন্তু দাম চাইছে তিনশ’ টাকা। দুইশ’ টাকা বলছি, কিন্তু দোকানদার কোনোভাবেই দিচ্ছে না।

শপিং মলে এখনও জমে উঠেনি বেচাকেনা

ইতোমধ্যে বড় বড় বিপণিবিতান,শপিং মল ও ব্র্যান্ডের দোকানগুলোতে শীতের পোশাক আসলেও বেচাকেনা এখনও তেমন জমে উঠেনি। বিপণিবিতান ও শপিং মলে খোঁজ নিয়ে জানা যায়, নভেম্বরের শুরুতেই শীতের পোশাক চলে এসেছে দোকানে। তবে শীতের পোশাক ক্রয়ে ক্রেতাদের তেমন আগ্রহ নেই।
নগরীর সাওার খান কমপ্লেক্স শপিং মলের পোশাক বিক্রেতা জোবায়ের দৈনিক পূর্বাশাকে বলেন, ১৫-২০ দিন আগে শীতের পোশাক দোকানে এসেছে। কিন্তু বেচাকেনা হচ্ছে না। দিনে দুই-চারটা কাস্টমার পাই। তাও দামাদামি করে চলে যায়। গতবছরও বেচাকেনা তেমন ভালো হয়নি। প্রায় দশ লাখ টাকার মালামাল পড়ে ছিল। আশা করছি এবার ভালো বেচাকেনা হবে।

বড় বিপণিবিতান বা শপিং মলে বেচাকেনা তেমন দেখা না গেলেও ইজি ফ্যাশনের দোকানে গিয়ে ক্রেতাদের মোটামুটি ভালো উপস্থিতি লক্ষ্য করা গেছে। রুবেল আহমেদ নামে একজন ক্রেতা দৈনিক পূর্বাশাকে বলেন, অন্যান্য জায়গা থেকে চড়া মূল্যে কেনার চেয়ে ব্র্যান্ডের দোকানে একদামে পণ্য কেনাতে স্বাচ্ছন্দ্যবোধ করি। এখানকার প্রোডাক্টগুলো মানসম্মত।

লাবিব নামে ইজি ফ্যাশনের একজন কর্মকর্তা জানান, শো রুমে শীতের পোশাক এসেছে আরও দুই সপ্তাহ আগে। বেচাবিক্রিও হচ্ছে মোটামুটি, তবে এখনও তেমন জমেনি। এখন কেবল অগ্রহায়ণ মাস চলছে। পৌষ মাসের শুরুতে বিক্রি ভালো হয়। তখন ক্রেতাদের চাপে দম ফেলার সুযোগ থাকে না।

নগরীর সৌনালি স্কয়ার,খন্দকার হক টাওয়ার, সাওার খান কমপ্লেক্স, প্লেনেট এস আর, নিউ মার্কেট,ময়নামতি গোল্ডেন টাওয়ার,দেলোয়ার টাওয়ার,সাইবা ট্রেড সেন্টারসহ বেশ কয়েকটি শপিং মলে গিয়ে দেখা যায়, প্রায় সব দোকানেই শীতের পোশাক চলে এসেছে। তবে বেচাবিক্রি তেমন না থাকায় অধিকাংশ বিক্রেতা অবসর সময় পার করছেন।

সাইবা ট্রেড সেন্টারের দোকানদার রজিব মিয়া বলেন, ব্যবসা করতে বরাবরই ধৈর্য দরকার। শীতের পোশাক আনছি, কিন্তু বিক্রি হচ্ছে না। কিন্তু ধৈর্য হারাচ্ছি না। কারণ আমরা জানি, শীত বাড়লে বিক্রি বাড়বে। এখন শীত কম পড়ছে। তাই দামও তুলনামূলক কম। তবে শীত বাড়লে দামও বাড়বে বলে জানান এই বিক্রেতা।

কুমিল্লার চৌদ্দগ্রামে জনপ্রিয় ব্লগার

কুমিল্লার চৌদ্দগ্রামে জনপ্রিয় ব্লগার শরীফুল ইসলামের বাড়িঘরে হামলার অভিযোগ

কুমিল্লার চৌদ্দগ্রামে জনপ্রিয় ব্লগার শরীফুল ইসলামের বাড়িঘরে হামলার অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামের সন্তান জনপ্রিয় ব্লগার শরীফুল ইসলামের বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গত ১০ অক্টোবর বৃহস্পতিবার উপজেলার আশ্রাফপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, আশ্রাফপুর গ্রামের বাসিন্দা খোরশেদ আলম ও হুসনেয়ারা বেগমের ছেলে শরীফুল ইসলাম অনেকদিন সময় ধরে লেখালেখি করে আসছেন। কিন্তু গত ১০ অক্টোবর বিকেলে একদল মৌলবাদী দেশীয় অস্ত্র সহ বিভিন্ন স্লোগানে স্লোগানে মিছিল নিয়ে ব্লগারের বাড়িতে আসেন এবং তার বাড়িঘরে ব্যাপক ভাংচুর করে অগ্নিসংযোগ করে দেয়। এসময় শরীফুল ইসলামের বাবা-মা আত্মরক্ষার স্বার্থে নিজেদের ঘর ছেড়ে প্বার্শবর্তী বাসায় গিয়ে আশ্রয় নেয়।

ঘটনার সূত্রে আরো জানা যায়, শরীফুল ইসলাম তার ব্লগে মাঝেমধ্যে জঙ্গিবাদ ও মৌলবাদীদের বিপক্ষে লেখালেখির ফলেই এ ঘটনা ঘটিয়েছে তারা। তবে রফিকুল হক নামে স্থানীয় এক মুদি দোকানদার জানান, ঘটনারদিন বিকেলে কিছু লোকজন আশ্রাফপুর মাহফিল থেকে ব্লগার শরীফুল ইসলামের ফাঁসি চাই সহ বিভিন্ন স্লোগানে তাদের বাড়ির দিকে যায়। পরে শুনতে পাই তারা খোরশেদ আলম ভাইয়ের বাড়িতে গিয়ে হামলা চালিয়েছে।

ব্লগার শরীফুল ইসলামের পরিবারের লোকজন জানান, তাদের উপর বেশ কিছুদিন থেকেই মৌলবাদী গোষ্ঠীর পক্ষ থেকে নানা হুমকি দেওয়া হচ্ছিলো। ব্যক্তিজীবনে শরীফুল ইসলামের এমন কোনো শত্রু নেই। কাজেই লেখালেখির কারণেই তার উপর হামলা হয়েছে বলে জানান তারা। তবে ব্লগার শরীফুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার থেকে বিরত ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে প্রশাসনের নিকট অনুরোধ করেন তিনি। সেই সাথে হামলাকারীদের অবিলম্বে খুঁজে বের করে যথাযথ শাস্তির ব্যবস্থা করার জন্য সরকারের কাছে দাবি জানান। এদিকে নাম না জানা অভিযুক্ত হামলাকারী কারোই এ বিষয়ে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

কুমিল্লার সীমান্ত দিয়ে

কুমিল্লার সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে বাংলাদেশী নাগরিক আটক

কুমিল্লার সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকালে বাংলাদেশী নাগরিক আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে একজন বাংলাদেশী নাগরিককে আটক করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

সোমবার রাতে বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের খারেরা বিওপির টহল দল সীমান্ত এলাকা থেকে বাংলাদেশী নাগরিক মোঃ আহাদ শেখ (৪০) কে আটক করে। আটককৃত আহাদ শেখ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার রামদিয়া গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে।

মঙ্গলবার দুপুরে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) অধিনায়ক লেঃকর্নেল এ এম জাবের বিন জব্বার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ৭ অক্টোবর ২০২৪ তারিখ রাত সোয়া ৯ টায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ খারেরা বিওপির টহল দল সীমান্ত এলাকায় টহল পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০৭১/এম হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাহাড়পুর বেলবাড়ি নামক স্থানে বাংলাদেশী নাগরিক মোঃ আহাদ শেখ’কে আটক করে।

প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, বিগত দুইমাস পূর্বে কুমিল্লা সীমান্ত এলাকা দিয়ে ভারতের আগরতলায় রাজমিস্ত্রী কাজের উদ্দেশ্যে অবৈধভাবে গমন করেছিল। উল্লিখিত আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে বাংলাদেশী নগদ ২২ হাজার টাকা ও ব্যক্তিগত ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটককৃত বাংলাদেশী নাগরিককে পাসপোর্টবিহীন অবৈধভাবে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কুমিল্লা জেলার বুড়িচং থানায় সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানায়, এ ঘটনায় বিজির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংগীতশিল্পী আসিফের সাথে কুমিল্লার

সংগীতশিল্পী আসিফের সাথে কুমিল্লার ক্রীড়াঙ্গনের খেলোয়াড় ও কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী আসিফ আকবরের সাথে কুমিল্লার ক্রীড়াঙ্গনের খেলোয়াড় ও কর্মকর্তাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১১টার সময় কুমিল্লার জেলা প্রশাসক ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বরাবর কুমিল্লার ক্রীড়াঙ্গনকে গতিশীল করার লক্ষ্যে স্মারকলিপি জমা দেওয়ার পর বিকেল সাড়ে চারটায় কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কনফারেন্স রুমে আসন্ন ক্রীড়া মৌসুম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে একটি গঠনমূলক মতবিনিময় সভা করেছে কুমিল্লা জেলার ক্রীড়া পরিবার।

উক্ত অনুষ্ঠানে কুমিল্লার ক্রীড়াঙ্গনকে সুষ্ঠু ও সুন্দরভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে উপস্থিত গণ্যমান্য খেলোয়াড় ও ব্যক্তিবর্গ উনাদের সুচিন্তিত খোলামেলা বক্তব্য তুলে ধরেন। কুমিল্লার আসন্ন ক্রীড়া মৌসুমে কুমিল্লা জেলার ক্রীড়াঙ্গন ও জেলার খেলোয়াড়দের সুষ্ঠুভাবে তাদের ক্রীড়া সম্পন্ন করা ও ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে গঠনমূলক আলোচনা হয়। সভায় একটি বাৎসরিক ক্যালেন্ডার তৈরি করে সে অনুযায়ী সকল বিষয়ের খেলা অনুষ্ঠান করার জন্য সবাই আগ্রহ প্রকাশ করে। বহিরাগত কোন খেলার জন্য আমাদের কুমিল্লার খেলাধুলার যেনো বাঁধা না হয়ে দাঁড়ায় সেদিকে ক্রীড়ামোদী এবং খেলোয়াড় সবাই সজাগ দৃষ্টি রাখবে বলে তাদের বক্তব্যে উল্লেখ করে।

কুমিল্লার ক্রীড়াঙ্গনকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য ক্রীড়া মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা কুমিল্লার কৃতি সন্তান আসিফ মাহমুদ, বিসিবির সভাপতি ফারুক আহমেদ, বাফুফের সভাপতি ও বাংলাদেশের সকল ক্রীড়ার সর্বোচ্চ কর্মকর্তা গণকে কুমিল্লায় এনে কুমিল্লার ক্রীড়াঙ্গনকে গতিশীল করার লক্ষ্যে উপস্থিত সবাই কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতির সুদৃষ্টি আকর্ষণ করছেন।

কুমিল্লার ক্রীড়াঙ্গনকে কেউ যেন কলুষিত না করতে পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান আসিফ আকবর।

আসিফ আকবর আরো বলেন, ক্রীড়ার মাধ্যমে যুব সমাজকে মাদকের করাল ছোবল থেকে রক্ষা করার জন্য ক্রীড়ার কোন বিকল্প নেই। ক্রীড়ার মাধ্যমে একজন মানুষ চরিত্র গঠন এবং নিজেকে রাষ্ট্রের একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারে।

এই অনুষ্ঠানে উপস্থিত জাতীয় ক্রিকেট কোচ এমদাদুল হক এমদু কুমিল্লার ঐতিহ্য ও সংস্কৃতি সম্বন্ধে নতুন প্রজন্মকে অবহিত করেন। তিনি নতুন প্রজন্মকে কুমিল্লাকে পথিকৃৎ কুমিল্লা হিসাবে গড়ে তোলার আহবান জানান।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ক্রিকেটার ও জাতীয় ক্রিকেট কোচ ফয়সাল হোসেন ডিকেন্স, সাবেক জাতীয় ক্রিকেট খেলোয়াড় ও কোচ ওয়াসেল উদ্দিন আহমেদ, কুমিল্লার সাবেক খেলোয়াড় এবং ঢাকা প্রথম বিভাগের ক্রিকেট কোচ ঈদে আমিন টিপু, স্টার ক্রিকেট একাডেমির কোচ নুরুল্লাহ, কুমিল্লা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আসিফুজ্জামান, কারাতে অ্যাসোসিয়েশনের কর্মকর্তা ও কোচ মাহমুদুল্লাহ মামুন ও নুর আলম, প্রাক্তন ফুটবলার ও ব্যাডমিন্টন খেলোয়াড় শাহীন ও তিতাসসহ বর্তমান ও সাবেক খেলোয়াড়বৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কুমিল্লা জেলা ক্রিকেট কোচ হাবিব মোবাল্লেগ জেমস।

চট্টগ্রামে তেলবাহী জাহাজে

চট্টগ্রামে তেলবাহী জাহাজে বিস্ফোরণ, কুমিল্লার এক নাবিক নিহত

চট্টগ্রামে তেলবাহী জাহাজে বিস্ফোরণ, কুমিল্লার এক নাবিক নিহত

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ‘এমটি বাংলার সৌরভ’ নামের একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনায় ৬০ বছর বয়সী সাদেক মিয়া নামে এক নাবিক নিহত হয়েছেন।

শুক্রবার রাত পৌনে ১টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সাদেক মিয়া কুমিল্লার নাঙ্গলকোট এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে ছিলেন এবং তিনি জাহাজের ক্রু ছিলেন। আগুন লাগার পর তিনি পানিতে ঝাঁপ দেন, কিন্তু তাকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

কোস্টগার্ডের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান জানান, রাত পৌনে ১টার দিকে জাহাজটিতে বিস্ফোরণ ঘটে। আগুন লাগার সময় সাগরে টহলরত কোস্টগার্ডের ‘মেটাল শার্ক’ নামের দ্রুতগতির নৌযান প্রথমে উদ্ধার অভিযান শুরু করে। মোট চারটি স্পিডবোট ব্যবহার করে ৩৬ জনকে উদ্ধার করা হয়।

এদিকে, গত সোমবার (৩০ সেপ্টেম্বর) বন্দরের ডলফিন অয়েল জেটিতে নোঙর করা বিএসসি’র তেলবাহী জাহাজ ‘এমটি বাংলার জ্যোতি’তে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন।

কুমিল্লার সাবেক এমপি বাহারসহ

কুমিল্লার সাবেক এমপি বাহারসহ ৯৯ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লার সাবেক এমপি বাহারসহ ৯৯ জনের বিরুদ্ধে মামলা

শাহ ইমরান:

কুমিল্লায় আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাবেক এমপি বাহা উদ্দিন বাহার, তার মেয়ে সূচনাসহ মোট ৯৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ছাত্রলীগ নেতা, সাবেক কাউন্সিলর এবং আওয়ামীলীগের অন্যন্যরা রয়েছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, অভিযুক্তরা আন্দোলনকারী ছাত্র জনতার ওপর অতর্কিত হামলা চালান। মামলায় দাবি করেন, ৭, ৮ এবং ৩৬ নম্বর (আশিকুর রহমান জুয়েল, বাহার রেজা এবং রাজু) আসামিরা তাকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে। যার ফলে তিনি মাথা, পেট ও হাতে গুরুতর আহত হন। এছাড়া, ২১, ২২ ও ৩১ নম্বর (গোলাম সরওয়ার শিপন,নাইমুল হক হিমেল ও হেলাল) আসামিরা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করেন এবং অন্য আসামিরা লাঠি, ইট ও পাটকেল নিক্ষেপ করে।

এ ঘটনায় কুমিল্লার বিভিন্ন এলাকার রাজনৈতিক নেতা, ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং স্থানীয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ আন্দোলনকারী ছাত্র জনতার ওপর আক্রমণ চালিয়ে বেশ কয়েকজনকে গুরুতর আহত করেন। মামলার বাদী আরো উল্লেখ করেন, অভিযুক্তরা তাকে এবং অন্যান্য আন্দোলনকারীকে প্রাণনাশের হুমকিও দিয়েছেন।

কুমিল্লার বুড়িচংয়ে ৪০ পরিবারের মাঝে

কুমিল্লার বুড়িচংয়ে ৪০ পরিবারের মাঝে টিন ও নগদ অর্থ প্রদান করেছে সেনাবাহিনী

কুমিল্লার বুড়িচংয়ে ৪০ পরিবারের মাঝে টিন ও নগদ অর্থ প্রদান করেছে সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুরবুড়িয়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ৪০টি পরিবারের মাঝে ঘর নির্মাণের জন্য ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন।

মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ১১ টায় ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়।

কুমিল্লার বুড়িচংয়ে ৪০ পরিবারের মাঝে

বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম আজ বুরবুড়িয়া এলাকায় পরিদর্শনে গিয়ে অসহায়দের মাঝে নিজ হাতে নগদ অর্থ ও টিন প্রদান করেন। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

৪০টি পরিবারের প্রত্যেককে যার বান করে ঢেউটিন প্রদান করা হয়।

কুমিল্লার বুড়িচংয়ে ৪০ পরিবারের মাঝে

উপকারভোগী নজরুল ইসলাম জানান, বন্যায় আমাদের বাড়িঘর, সহায় সম্পদ নষ্ট হয়েছে। আমরা অসহায় জীবনযাপন করছি। সেনাবাহিনী সেই শুরু থেকে আমাদের পাশে ছিল। আজ ঘর তৈরি করার জন্য ঢেউটিন ও নগদ অর্থ পেয়েছি সেনাবাহিনীর কাছ থেকে। এখন জীবন আবার নতুন করে শুরু করার সুযোগ পেয়েছি।

কুমিল্লার বুড়িচংয়ে বন্যায়

কুমিল্লার বুড়িচংয়ে বন্যায় ১৫৬টি সড়ক বিধ্বস্ত

কুমিল্লার বুড়িচংয়ে বন্যায় ১৫৬টি সড়ক বিধ্বস্ত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলায় গোমতী নদীর বাঁধ ভেঙে সৃষ্ট সাম্প্রতিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে, পাঁচটি ইউনিয়নের প্রায় ১৬০ কিলোমিটার কাঁচা ও পাকা সড়ক বিধ্বস্ত হয়েছে। বন্যায় চারটি কালভার্টও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে প্রায় শত কোটি টাকার সম্পদহানি হয়েছে। ক্ষতিগ্রস্ত সড়কগুলোতে যানচলাচল বন্ধ রয়েছে, এবং স্থানীয় বাসিন্দারা বিপদসংকুল পরিস্থিতিতে যাতায়াত করছেন। সামান্য বৃষ্টিতেও সড়কগুলোর পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়, যার ফলে অসুস্থ ব্যক্তি, বয়স্ক মানুষ এবং শিক্ষার্থীদের যাতায়াতে মারাত্মক অসুবিধা পোহাতে হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, বন্যার পানিতে বিভিন্ন সড়কের পিচ উঠে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে এবং কোথাও কোথাও ৫ থেকে ১০ ফুট পর্যন্ত মাটি সরে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নানুয়ার বাজার-মহিষমারা-শিকারপুর বুরবুড়িয়া সড়কটি, যেখানে প্রায় এক কিলোমিটার এলাকা সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, যাতায়াত সমস্যা কেবল আর্থিক নয়, সামাজিক এবং স্বাস্থ্যগত দিক থেকেও সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যেতে পারছে না, অসুস্থ এবং বয়স্ক ব্যক্তিরা চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা এবং শিক্ষাখাতে দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে।

উপজেলার বিভিন্ন সড়কে চলমান সংকটের কারণে এলাকাবাসী নিজেদের উদ্যোগে ক্ষুদ্র পরিসরে মেরামত কাজ চালিয়ে গেলেও তা যথেষ্ট হচ্ছে না। প্রয়োজনীয় অর্থ এবং প্রকৌশল সহায়তা ছাড়া এই সংকট মোকাবিলা করা সম্ভব নয়। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর জন্য দ্রুত ত্রাণ এবং পুনর্বাসনের পরিকল্পনা হাতে নিতে হবে। একইসঙ্গে, এলাকাবাসী দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনার দাবি জানাচ্ছেন, যাতে বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় তাদের যাতায়াত এবং জীবনযাত্রা ব্যাহত না হয়।

এলজিইডি বুড়িচং উপজেলা প্রকৌশলী আলিফ আহাম্মেদ জানান, ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামতের কাজ জরুরি ভিত্তিতে শুরু করা হয়েছে।

কুমিল্লার ১২ থানায় ওসিদের (পুলিশ)

কুমিল্লার ১২ থানায় ওসিদের ব্যাপক পরিবর্তন

কুমিল্লার ১২ থানায় ওসিদের ব্যাপক পরিবর্তন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ১২টি থানায় বড় ধরনের রদবদল করা হয়েছে। নতুন অফিস আদেশ অনুযায়ী এসব থানায় নতুন ওসি নিয়োগ করা হয়েছে। শনিবার জেলা পুলিশ সুপার আসফিকুজ্জামান আক্তার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই রদবদলের কথা জানানো হয়।

আদেশ অনুযায়ী, জেলা গোয়েন্দা শাখা এবং সদর কোর্টসহ মোট ১৫ জন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনকে পুলিশ লাইনওয়ারে সংযুক্ত করা হয়েছে এবং বাকিদের বিভিন্ন থানায় নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, কুমিল্লা সদর কোর্টের পুলিশ পরিদর্শক মাহবুবুল হককে মুরাদনগর থানায় বদলি করা হয়েছে। মুরাদনগর থানার বর্তমান ওসি প্রভাষ চন্দ্র ধরকে সদর কোর্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিতাস থানার ওসি কাজী নাজমুল হককে বরুড়া থানায় এবং বরুড়া থানার ওসি রিয়াজ উদ্দিন চৌধুরীকে পুলিশ লাইনওয়ারে সংযুক্ত করা হয়েছে। এছাড়া, কুমিল্লা লাইনওয়ারের পুলিশ পরিদর্শক সাজ্জাদ করিম খানকে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি করা হয়েছে। লাইনওয়ারের পুলিশ পরিদর্শক মহিনুল ইসলামকে কোতোয়ালি মডেল থানায় নিয়োগ দেওয়া হয়েছে। চৌদ্দগ্রাম থানার ওসি নাজমুল হুদাকে বদলি করে চান্দিনা থানায় এবং এটিএম আক্তারুজ্জামানকে চৌদ্দগ্রাম থানায় পাঠানো হয়েছে। এছাড়া, জুনায়েদ চৌধুরীকে দাউদকান্দি মডেল থানায় সংযুক্ত করা হয়েছে।

এছাড়াও, আজিজুল হককে বুড়িচং থানায়, রফিকুল ইসলামকে সদর দক্ষিণ মডেল থানায় এবং শাহ আলমকে লালমাই থানায় নিয়োগ দেওয়া হয়েছে। হোমনা থানার ওসি জয়নাল আবেদীনকে মেঘনা থানায় বদলি করা হয়েছে। ডিবির পরিদর্শক আজিজুল ইসলামকে তিতাস থানায় পাঠানো হয়েছে এবং সদর দক্ষিণ মডেল থানার ওসি আলমগীর ভূঞাকে পুলিশ লাইনওয়ারে সংযুক্ত করা হয়েছে।

কুমিল্লার ময়নামতি এলাকা

কুমিল্লার ময়নামতি এলাকা থেকে অস্ত্রধারী অমি আটক

কুমিল্লার ময়নামতি এলাকা থেকে অস্ত্রধারী অমি আটক

স্টাফ রিপোর্টার:

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০ টায় সেনাবাহিনী ও পুলিশের একটি দল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যৌথ অভিযানের মাধ্যমে ময়নামতি ফুল মার্কেট এলাকা থেকে শাহরিয়ার আলম অমি নামের একজন চিহ্নিত অস্ত্রধারীকে আটক করে।

উল্লেখ্য যে, শাহরিয়ার আলম অমি গত ৪ আগস্ট টিপরা বাজার এলাকায় আন্দোলনরত বৈষম্য বিরোধী ছাত্রদের উপর গুলি চালায়। এ বিষয়টি উক্ত এলাকার সিসিটিভি ক্যামেরা এর ফুটেজ, ছাত্র সমন্বয়ক এবং অন্যান্য সোর্সের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

উক্ত ব্যক্তিকে কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে সেনাবাহিনী সূত্র জানায়।