Tag Archives: কুমিল্লায় ভাগাড়ে ফেলে হয়েছে ৭০ বস্তা পঁচা পেঁয়াজ

কুমিল্লায় ভাগাড়ে ফেলে হয়েছে ৭০ বস্তা পঁচা পেঁয়াজ

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলায়  আবর্জনার স্তুপে ফেলে দেয়া হয়েছে ৭০ বস্তা পঁচা পেঁয়াজ। পেঁয়াজের বস্তাগুলো গৌরীপুর বাজারের ব্যবসায়ী, ভাই ভাই এন্টারপ্রাইজের।

সোমবার সন্ধ্যায় দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয় সংলগ্ন আবর্জনার স্তুপে এসব পেঁয়াজ ফেলে দেয়া হয়।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি জানান, পেঁয়াজের বস্তাগুলো গৌরীপুর বাজারের ব্যবসায়ী, ভাই ভাই এন্টারপ্রাইজের।

ওই প্রতিষ্ঠানের লোকজনের দাবি, মিয়ানমার থেকে আনা পেঁয়াজ ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে পচে গিয়েছিল।