Tag Archives: নাঙ্গলকোটে গরু চুরি করতে গিয়ে

নাঙ্গলকোটে গরু চুরি করতে গিয়ে

নাঙ্গলকোটে গরু চুরি করতে গিয়ে তরুণীকে প্রাইভেটকার চাপা দিয়ে হত্যা

নাঙ্গলকোটে গরু চুরি করতে গিয়ে তরুণীকে প্রাইভেটকার চাপা দিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার নাঙ্গলকোটে গরু চুরি করতে গিয়ে এক তরুণীকে প্রাইভেটকার চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ অক্টোবর) জুমার নামাজের সময় রায়কোট উত্তর ইউনিয়নের রায়কোট পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত তরুণীর নাম ফারজানা আক্তার পিংকি (১৮), যিনি আব্দুল কাদেরের মেয়ে এবং স্থানীয় বাংগড্ডা বাদশা মিয়া স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এই ঘটনায় আহত হয়েছেন তার মা আছমা বেগম ও ফুফাতো ভাই নাজমুল হাসান জাহাঙ্গীর।

নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, শুক্রবার সকালে আব্দুল কাদের তার গরুর বাছুর বাড়ির পাশের সড়কে বেঁধে রাখেন। জুমার নামাজের সময় ৪-৫ জনের একটি দল প্রাইভেটকারে করে এসে বাছুরটি চুরি করতে গেলে আব্দুল কাদেরের স্ত্রী আছমা বেগম বাধা দেন। এ সময় তাকে প্রাইভেটকারে তুলে মারধর করা হয়।

মায়ের চিৎকার শুনে মেয়ে পিংকি এগিয়ে গেলে তার ওপর প্রাইভেটকার তুলে দেয় চোরের দল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এক পর্যায়ে তারা গরু নিয়ে পালিয়ে যায়।

নিহতের মা আছমা বেগম জানান, চোরের দল প্রাইভেটকার যোগে যখন তাদের গরু নিয়ে যাচ্ছিল, তখন তিনি দৌড়ে প্রাইভেটকারের সামনে গেলে তাকে জোর করে তুলে নিয়ে এলোপাথাড়ি মারধর করতে থাকে। এ সময় তার চিৎকার শুনে মেয়ে পিংকি দৌড়ে এসে প্রাইভেটকারের সামনে দাঁড়ালে তার ওপর দিয়ে গাড়িটি তুলে দেয়া হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।