Tag Archives: নিজ মাঠে

নিজ মাঠে হোয়াইটওয়াশ

নিজ মাঠে হোয়াইটওয়াশ হয়ে বড় বিপদে ভারত

নিজ মাঠে হোয়াইটওয়াশ হয়ে বড় বিপদে ভারত

ডেস্ক রিপোর্ট:

২৪ বছর পর নিজ মাঠে হোয়াইটওয়াশ হলো ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে কোনো প্রতিরোধই গড়তে পারেনি তারা। শেষ মুম্বাই টেস্টে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত কিউই স্পিনের কাছে হার মানতে হয়েছে। এই পরাজয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় ধাক্কা খেয়েছে রোহিত শর্মার দল।

সিরিজ শুরুর আগে ফাইনালের একদম কাছাকাছি থাকা ভারতের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরিস্থিতি এখন আরও কঠিন হয়ে গেছে। বর্তমানে শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৯০ এবং পয়েন্টের শতাংশ ৬২.৫০। তারা এখন পর্যন্ত ১২টি টেস্টে অংশ নিয়ে আটটিতে জয় পেয়েছে এবং তিনটি হেরেছে, একটিতে পয়েন্ট ভাগাভাগি করেছে।

অন্যদিকে, সিরিজের আগে ১১টি টেস্ট খেলে আটটি জয় পাওয়া ভারতীয় দলের জন্য এই হোয়াইটওয়াশ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নিউজিল্যান্ড সিরিজের পর তাদের ম্যাচের সংখ্যা বাড়লেও জয় আটটিতেই সীমাবদ্ধ রয়ে গেছে। ভারতের মোট পয়েন্ট ৯৮, যা অস্ট্রেলিয়ার চেয়ে বেশি হলেও পয়েন্টের শতাংশ কম (৫৮.৩৩)। আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে খেলার সুযোগ পেতে হলে শীর্ষ দুই দলকেই পয়েন্টের শতাংশের ভিত্তিতে শীর্ষে থাকতে হবে।

ভারতের পয়েন্টের শতাংশের ভিত্তিতে এখন তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড। শ্রীলঙ্কার পয়েন্টের শতাংশ ৫৫.৫৬, আর ভারতের সাম্প্রতিক দুঃস্বপ্নের কারণ কিউইদের পয়েন্টের শতাংশ ৫৪.৫৫।

ভারতের সামনে এখন অস্ট্রেলিয়া সফর। পাঁচ ম্যাচের এই সিরিজে ইতিবাচক ফলাফল করতে পারলে রোহিতদের চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার আশা টিকে থাকবে। তবে কাজটি যে সহজ হবে না, তা বলার অপেক্ষা রাখে না। শিরোপার বড় প্রতিদ্বন্দ্বী ভারতকে ফাইনালের আগে ছিটকে দেওয়ার সুযোগ নিশ্চয়ই হাতছাড়া করতে চাইবে না অস্ট্রেলিয়া।