Tag Archives: পরিবারের

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের শিক্ষার্থীদের মধ্যে

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বেড়াখলা গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আর রিয়াদ।

এ সময় উপস্থিত ছিলেন শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম এ আজিজ, শিদলাই ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বায়জিদ হোসেন রানা ও সদস্য সচিব (ভারপ্রাপ্ত) সোহেল রানা, ব্রাহ্মণপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গাজী সাইদুল ইসলাম এমরান, ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ ফয়সাল কবির আখন্দ, যুগ্ম আহ্বায়ক মোঃ মির হোসেন, শিদলাই ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মোঃ আশিকুর রহমান, সদস্য সচিব হৃদয় হাসান, ও ছাত্রদল নেতা নাসির আহমেদ অনিকসহ ছাত্রদলের সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় আব্দুল্লাহ আর রিয়াদ তার বক্তব্যে উল্লেখ করেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির ভ্যানগার্ড খ্যাত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র ও জনতার দ্বারে দ্বারে সর্বাগ্রে পৌছাবে। ছাত্র ও জনতার বিপ্লবের মাধ্যমে সৃষ্ট এ নতুন বাংলাদেশে ছাত্রদল আরও বেশি সামাজিক ও মনাবিক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করে ছাত্র ও জনতার মধ্যকার সেতুবন্ধন সৃষ্টিতে অগ্রনী ভূমিকা অব্যাহত রাখবে।”

৪৫ দিন পর পরিবারের কাছে

৪৫ দিন পর পরিবারের কাছে শাহীন, সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পরিবারের

৪৫ দিন পর পরিবারের কাছে শাহীন, সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পরিবারের

স্টাফ রিপোর্টার :

বিদেশের মাটিতে সাজা ও জেল। কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ৪৫ দিনের বন্দী জীবনে দেখা হয়নি পরিবার, বন্ধুবান্ধবসহ কারো সাথে। দিন যতই গড়াচ্ছিলো, স্ত্রী-সন্তান সহ পরিবারের চিন্তায় ঘুম হারাম হয়ে গিয়েছিলো। বিদেশের কারাগার জীবনের বিভীষিকাময় দিনগুলোর স্মৃতি এখনো তাড়া করছে আমায়। ভেবেছিলাম, জীবনে আর দেশে ফিরতে পারবো না, পরিবারের সাথে কখনো হবে না সাক্ষাত।

মহান আল্লাহর অশেষ রহমতে, দেশের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এর ঐকান্তিক প্রচেষ্টায় সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের সাধারণ ক্ষমার আওতায় দ্রুত সময়ে সাজা মওকুফের পর গত শনিবার (০৭ সেপ্টেম্বর) রাতের একটি ফ্লাইটে ক্ষমাপ্রাপ্ত ১১৪ জনের মধ্যে প্রথম ধাপে ৫৭ জনের সাথে দেশে ফিরে আসেন কুমিল্লার চৌদ্দগ্রাম পৌর সদরের লক্ষ্মীপুর গ্রামের আলী আহমেদের ছেলে মো: ফরিদ আহমেদ শাহীন।

সোমবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে এভাবেই বর্তমান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কান্নাজড়িত কন্ঠে আবেগঘন অনুভূতি সাংবাদিকদের নিকট প্রকাশ করছিলেন সদ্য দেশে ফেরত আসা শাহীন।

তিনি আরো জানান, গত প্রায় ২০ বছর ধরে আইন-কানুন মেনে বেশ সুনামের সাথে দুবাইতে ব্যবসা করে আসছি। চলতি বছরের জুলাই মাসে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্বতা প্রকাশ করে গত ১৮ জুলাই দুবাইতে থাকা প্রবাসীরা ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে বিক্ষোভ মিছিল করে।

পরদিন ওই দেশের পুলিশ আন্দোলনরত বাঙ্গালীদের গ্রেফতার করে দ্রæত সময়ের মধ্যে যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে। এ খবর দুবাই সহ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়লে সাজাপ্রাপ্তদের পরিবার সহ আত্মীয়-স্বজনদের মধ্যে নানাবিদ শংকা দেখা দেয়। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সফলতায় শেখ হাসিনা সরকারের পতন হয়। পরে ৮ আগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুস এর নেতৃত্বে ২১ সদস্য বিশিষ্ট অন্তঃবর্তীকালীন সরকার গঠিত হয়।

পরবর্তীতে বিদেশের মাটিতে আন্দোলনের ফলে সাজাপ্রাপ্তদের সাজা মওকুফের বিষয়ে ইউএই সরকারকে অনুরোধ করে বাংলাদেশ সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনুস। কুটনৈতিক প্রচেষ্টায় সরকারের এ অনুরোধে সাড়া দিয়ে ইউএই সরকার গত ৫ সেপ্টেম্বর আটকৃকত ১১৪ প্রবাসী বাঙ্গালীকে বেকসুর খালাস দেয়। গত শনিবার (৭ সেপ্টেম্বর) প্রথম ধাপে আটককৃত ৫৭ জন প্রবাসী দেশে ফেরত আসেন। সরকারের পক্ষ থেকে দেশে ফেরত আসা প্রবাসীদের বিমানবন্দরে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা শেষে ফেরত আসা প্রবাসীরা আটকের ঘটনার বিস্তারিত তুলে ধরে মিডিয়ার সামনে কথা বলেন। পরে তারা বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস সহ সংশ্লিষ্টদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ব্রাহ্মণবাড়িয়ায় বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিলের পানিতে গোসল করতে নেমে জুঁই আক্তার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার সিংগারবীল ইউনিয়নের আলিনগর বিজিবি ক্যাম্প-সংলগ্ন নরিন্দা বিলে এ ঘটনা ঘটে।

জুঁই আক্তার পশ্চিম মিরাশানী এলাকার বাদল মিয়ার মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, বাড়ির পাশের নরিন্দা বিলের পানিতে ডুবে যায় শিশু জুঁই আক্তার। পরে পরিবারের লোকজন ঘটনাটি টের পেয়ে মৃত অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।