Tag Archives: ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৮ জন

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৮ জন

স্টাফ রিপোর্টারঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় দেশীয় অস্ত্র, রামদা, লোহার রড, ছোরা ও পলসহ ৮ ডাকাতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, ওই এলাকায় কিছু ডাকাত সদস্য ডাকাতির পরিকল্পনা করছে। এ সময় আমাদের পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ৮ ডাকাতকে আটক করতে সক্ষম হন। এ ঘটনায় নাসিরনগর থানায় ৮ জনকে আসামি করে ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আটক ডাকাতরা দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল।