Tag Archives: ভিবিডি

ভিবিডি, কুমিল্লার নতুন কমিটি গঠন, সভাপতি সাদিয়া ও সেক্রেটারি মাজহারুল

স্টাফ রিপোর্টার:

চমক দিয়ে ভিবিডি, কুমিল্লার নতুন কমিটি গঠন করা হয়েছে। প্রথমবারের মত একজন মেয়ে সভাপতি ভিবিডি কুমিল্লার জেলার দায়িত্ব পেয়েছে।

সভাপতি পদে সাদিয়া আক্তার ও সাধারণ সম্পাদক পদে মো: মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন।  এ কমিটি আগামী ১ বছর  দায়িত্ব পালন করবে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি পদে মিফতাউল জান্নাত উম্মি, কোষাধ্যক্ষ পদে  শাকিলা আক্তার মুক্তা ,  মানব সম্পদ ব্যবস্থাপক পদে  জারিন আফরোজ ,  প্রজেক্ট অফিসার পদে  তাফসির আহমেদ  এবং জনসংযোগ কর্মকর্তা পদে নির্বাচিত হয়েছেন  সিফাতুল ইসলাম সিফাত।

ভিবিডি,কুমিল্লার উদ্যোগে ১৬০টি দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার:

খুশির ইফতার-৫ ইভেন্টের মাধ্যমে ভিবিডি- কুমিল্লা জেলা ১৬০টি দরিদ্র পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ বাজার উপহার সামগ্রী বিতরণ করেছে।

গত ১৮ই মে কুমিল্লার উনাইসার এলাকায় (চেয়ারম্যান বাড়ি) ভলান্টিয়ার ফর বাংলাদেশ কুমিল্লা জেলা কর্তৃক আয়োজিত খুশির ইফতার-৫ ইভেন্টের এর মাধ্যমে ১৬০টি দরিদ্র পরিবারকে সামাজিক দূরত্ব বজায় রেখে আগামী ১০দিনের খাদ্য সামগ্রী এবং ঈদ উপহার প্রদান করা হয়। এছাড়াও প্রায় ১৫০ জনকে ইফতার দেয়া হয়।

এসময় ইভেন্টে উপস্থিত ছিলেন ভলেন্টিয়ার ফর বাংলাদেশ কুমিল্লা জেলার সাবেক প্রেসিডেন্ট হামিম , ভলান্টিয়ার ফর বাংলাদেশ কুমিল্লা জেলার বর্তমান প্রেসিডেন্ট সামি, সাধারণ সম্পাদক আবরার আল দাইয়ান,প্রজেক্ট অফিসার তৌহিদ পাবলিক রিলেশন অফিসার মাইনুদ্দিন, ট্রেজারার তিশাসহ প্রায় ২০ জন ভলান্টিয়ার।

এই ইভেন্ট নিয়ে ভলান্টিয়ার ফর বাংলাদেশ কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক আবরার আল-দাইয়ানের সাথে কথা বলে জানা যায় যে ভলান্টিয়ার ফর বাংলাদেশ কুমিল্লা জেলার সব সময় রমজান মাসের খুশির ইফতার ইভেন্টের আয়োজন করে থাকে । প্রতি বছর সুবিধাবঞ্চিত শিশুদের সাথে একদিন ইফতার এবং তাদেরকে ঈদ উপহার সামগ্রী দেয়া হতো তবে এবারের অবস্থা সম্পূর্ণ ভিন্ন সে জন্য তারা এ ইভেন্টকে ভিন্ন আঙ্গিকে করার চিন্তাভাবনা করে।

এছাড়াও ভিবিডি- কুমিল্লা জেলা প্রেসিডেন্ট সামি এই ইভেন্টে সম্পৃক্ত সকল ভলান্টিয়ার এবং যে সকল মানুষজন ইভেন্টের জন্য সাহায্য-সহযোগিতা পাঠিয়েছেন তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

এবং এই ইভেন্টে সার্বিক সহযোগিতা করায় ভলেন্টিয়ার ফর বাংলাদেশ কুমিল্লা জেলার সকল ভলেন্টিয়ার দের পক্ষ থেকে ২০নং ওয়ার্ড কাউন্সিলর সিদ্দিকুর রহমান সুরুজ এবং তার ছেলে ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমি কে আন্তরিক বিশেষ ধন্যবাদ জানানো হয়।