শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তামিম-সাকিব ব্যর্থ হলেই ব্যর্থ হয় দল!

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৮, ২০১৬

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লীগে (পিএসএল) বাংলাদেশি দই ক্রিকেটার তমিম ইকবাল ও সাকিব আল হাসান দারুণ শুরু করেছেন। নিজেদের প্রথম ম্যাচে করাচি কিংসের জয়ের নায়ক ছিলেন সাকিব আল হাসান। ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনি। কিন্তু পরের দুই ম্যাচে তিনি জ্বলে উঠতে পারেন নি।

এতে দুই ম্যাচই হেরেছে তার দল। সর্বশেষ রোববার বল হাতে দুই ওভারে ১১ রান দিয়ে কোনো উইকেট পাননি এবং ব্যাট হাতে করেন ২০ রান। তমেন উজ্জ্বল নৈপুণ্য এটাকে বলা যায় না। তার ব্যর্থতার দিনে ইসলামাবাদ ইউনাইটেডের কাছে করাচি হারে ২ রানে। একই অবস্থা তামিমের দল পেশোয়ার জালমির।TAMIM

ইসলামাবাদ ও লাহোর কালান্দার্সের বিপক্ষে প্রথম দুই ম্যাচে তামিম করেন যথাক্রমে ৫১ ও ৫৫* রান। এতে তার দল দুর্দান্ত জয় তুলে নেয়। কিন্তু রোববার উদ্বোধনী ব্যাটসম্যান তামিমের ব্যাট কথা বলেনি না। কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে ১৯ বলে মাত্র ১৪ রান। তার ব্যর্থতার দিন পেশোয়ার জালমি হারলো ইনিংসের শেষ বলে। এতে দুই বাংলাদেশির সাফল্যেই যেন দুই দলের সাফল্য নির্ভর করছে। দুবাইয়ে টস হেরে আগে ব্যাটে গিয়ে পোশোয়ার জালমি সংগ্রহ করে ৭ উইকেটে ১৩৫ রান।12647529_988610521205602_7821216326511424342_n 12661790_988216304578357_316447875271159193_n 12669622_987968097936511_6239265411676441687_n 12669682_988786367854684_270673927619676857_n

জবাবে মাত্র ১ বল হাতে রেখে ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেয় কোয়েটা গ্লাডিয়েটর্স। আর দিনের প্রথম ম্যাচে সাকিব আল হাসানের দল করাচি কিং মাত্র ২ রানে হারে ইসলামাদ ইউনাইটেডের কাছে। আগে ইসলামাবাদ করে ৮ উইকেটে ১৩২ রান। জবাবে করাচি কিংস ৯ উইকেটে ১৩০ রান তুুলতে পারে। এতে ৩ ম্যাচ শেষে ২ জয় ও ১ হারে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে তামিমেম পেশোয়ার জালমি। আর ১ জয় ও ২ হারে তাদের পরেই সাকিবের করাচি কিংস। আর ৫ দলের পিএসএলে ৩ ম্যাচের প্রতিটি জিতে সবার শীর্ষে সরফরাজ আহমেদের কোয়েটা গ্লাডিয়েটর্স।

আর পড়তে পারেন