স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার প্রভাব আইনশৃঙ্খলা বাহিনীর ওপর পড়বে না। ভিসা নীতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তারা কাকে ভিসা দেবে, কাকে দেবে না, এটা তাদের ব্যাপার।
বুধবার দুপুরে নওগাঁর নিয়ামতপুরে শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কোনো ঘাটতি নেই। আগে যেমন ছিলো এখনও তেমনই আছে। বিষয়টি নিয়ে একটি মহল বিভ্রান্তি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করে তুলছে।
তিনি জানায়, তাদের দেশের ভিসা নীতি, আমাদের এখানে কেন প্রভাব পড়বে? আগেও তো ভিসা চাইলেই সবাইকে দিত না। মানে, এটা তো সে রকমই। তারা অন্য কিছু বলেনি। বলেনি তো অমুক দল, অমুক সংগঠনকে যেতে দেবে না। কাজেই এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।