Tag Archives: ভুল চিকিৎসা

রোগির শরীরের ভুল গ্রুপের রক্ত সরবরাহ, মিডল্যান্ড হাসপাতাল ও ডাক্তারের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র মিডল্যান্ড হসপিটালে এক রোগীকে এ পজেটিভ ব্লাড গ্রুপের জায়গায় বি পজেটিভ ব্লাড ট্রান্সফিউশন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হাসপাতাল ও ডাঃ নাজনীন জাহান লুবনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবার থেকে জানা যায়, গত ১২ মার্চ বিকাল সাড়ে ৪ টায় বরুড়া উপজেলার লক্ষিপুর ইউনিয়নের পাঁচথুবী গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী হাসিনা আক্তার কুমিল্লা মিডল্যান্ড হসপিটালে চিকিৎসা নিতে আসেন। তিনি জরায়ুর সমস্যা নিয়ে মিডল্যান্ড হসপিটালে ভর্তি হন। রোগী হাসিনা আক্তারের রক্ত গ্রুপ পরীক্ষা করে রোগীর পরিবারকে বললো, বি পজেটিভ রক্ত লাগবে। তারপর ব্লাড সংগ্রহ এবং ব্লাড ক্রস ম্যাচিং করে রোগীকে অপারেশন থিয়েটারে ব্লাড ট্রান্সফিউশন শুরু করে। তার মাঝে ডাঃ নাজনীন জাহান লুবনা জানান, এক ব্যাগ ব্লাড হবে না, আরেক ব্যাগ ব্লাড লাগবে। অপারেশন সময়কালীন প্রথম ব্যাগ ব্লাড ট্রান্সফিউশনের সময় রোগীর ছটফট, চেচামেচি শুরু হয়। যখন ২ ঘন্টাতেও অপারেশন শেষ হচ্ছে না তখন রোগীর পরিবার অপারেশন থিয়েটারে প্রবেশ করে দেখতে পান জোর জবরস্তি করে ডাঃ নাজনীন জাহান লুবনার সামনে ব্লাড ট্রান্সফিউশন চলছে। এর মাঝে মিডল্যান্ড হসপিটালের ল্যাব বন্ধ করে দেয়। ল্যাব টেকনোলজিস্ট জানান, আপনারা অন্য একটি হসপিটালে গিয়ে ব্লাড কালেকশন ও ব্লাড ক্রস ম্যাচিং করে নিয়ে আসেন। রোগীর একজন স্বজন, ডোনার ও হসপিটালের একজন কর্মচারী অন্য একটি হসপিটালে ব্লাড কালেকশন ও ক্রসম্যাচিং করতে গিয়ে দেখা যায় রোগীর ব্লাড গ্রুপের সাথে ডোনারের ব্লাড গ্রুপ মিলছে না।

তারপর ডাঃ নাজনীন জাহান লুবনা ও হসপিটাল কর্তৃপক্ষ টের পেয়ে রোগী রেখে তাড়াহুড়া করে রোগীর পরিবারকে বলেন আল্লাহ আল্লাহ করেন। রোগীর অবস্থা ভালো না, আপনারা অন্য হসপিটালে নিয়ে যান। এই বলে হসপিটাল ত্যাগ করেন ডাঃ লুবনা।

একজন রোগী অপারেশন থিয়েটারে ব্লাড ট্রান্সফিউশন সময় রোগীর কাপুনি, ছটফট করলে এই সময় করণীয় কি? এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক জানান, , ব্লাড ট্রান্সফিউশনের সময় রোগীর কাপুনি ও ছটফট করলে ব্লাড দেওয়া বন্ধ করে দেওয়া উচিত।

এই বিষয় ডাঃ নাজনীন জাহান লুবনা বলেন, এখানে আমার কোন দোষ নেই। ল্যাব টেকনোলজিস্টের কারণে এই সমস্যা হয়েছে।

মিডল্যান্ড হসপিটালের ল্যাব টেকনোলজিস্ট বেলায়েত হোসেন স্বপন দোষ স্বীকার করতে তিনি রাজি নন।

এই বিষয়ে রোগীর বোন জামাই (ভাই) আব্দুল মালেক বলেন, ডাঃ নাজনীন জাহান লুবনা ও ল্যাব টেকনোলজিস্ট আমার বোনের জীবনটা শেষ করে দিয়েছে। তিনি এখন হাঁটতে চলতে পারছেন না। তার শারীরিক অবস্থা খুবই খারাপ।

রোগীর আত্মীয় মহিউদ্দিন মাহি বলেন, ডাক্তার ও টেকনোলজিস্ট এর অবহেলায় এই ঘটনা ঘটেছে। অল্পের জন্য রোগী বেঁচে গেছে। কিন্তু রোগীর বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে।

এ ঘটনায় ৩০ মার্চ (বৃহস্পতিবার) কুমিল্লা আদালতে মামলা হয়। মামলা নং সি আর- ৩৭৩। ধারা- ৩৩৮/৪১৮/৩৪।

ভুক্তভোগীর আইনজীবী জয়নাল আবেদীন মাঝারী বলেন, কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিঃ ১ নং আমলী আদালতে হসপিটাল, ডাক্তার ও টেকনোলজিস্ট বিরুদ্ধে সি আর – ৩৭৩ মামলা করা হয়েছে। আদালত সিভিল সার্জনকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছেন।

বুড়িচংয়ের আধুনিক হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলায় আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের ভুল চিকিৎসায় রোজিনা বেগম (৩২) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।

৯ অক্টোবর সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং উপজেলার শিবরামপুর এলাকার মৃত. আ: মালেক ভূইয়ার ছেলে মো: নাছির ভূইয়া (৪২) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন- ৮ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১২ টায় আমার প্রসূতি স্ত্রী রোজিনা বেগমকে সুস্থভাবে ডেলিভারি করানোর জন্য বুড়িচং উত্তর বাজারের আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এনে ভর্তি করাই। ৯ অক্টোবর ভোর ৬ টার দিকে ডা: সাইফুল নামের একজন ও তাঁর সহযোগিরা আমার স্ত্রীর সিজার অপারেশন করে। কণ্যা সন্তান প্রসব করে। কিন্তু সিজারের পর প্রচুর রক্তক্ষরণ হতে থাকা অবস্থায় তারা সেলাই করে। পরে আবার ডাক্তার বলে আমার স্ত্রীর জরায়ুর অপারেশন করা লাগবে। পরে আবার জরায়ুর অপারেশন করে। বিকেলে অবস্থার অবনতি হলে ডাক্তার বলে দ্রুত আমার স্ত্রীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে। তাই অ্যাম্বুলেন্সে করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আমার স্ত্রীর মৃত্যু হয়। মূলত হাসপাতালের ডাক্তার ও কর্তৃপক্ষের অবহেলার জন্য বিকেল ৪ টায় আমার স্ত্রী মৃত্যুর কোলে ঢলে পড়ে।

স্থানীয় সূত্র জানায়, এই হাসপাতালে সিজারে অনেক রোগির সমস্যা হয়েছে। অপারেশনের সময় ৫/৬ জন শিশুর মাথা কেটে ফেলছে। আবার অনেকের জরায়ু কেটে ফেলছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বলে টিউমার ছিল। এই বিষয়ে কেউ কিছু ভয়ে প্রতিবাদ করারও সাহস পায় না।

হাসপাতালটির বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হল, তারা ট্রেনিংরত ডাক্তার (কম বেতনে) ও নার্স, ডিপ্লোমা করা চিকিৎসক দিয়ে সিজার করায়। হাসপাতালটির আয়তন ছোট এবং পরিবেশ সুবিধার নয়। তবে রোগী যাওয়ার অন্যতম কারণ হল- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দালাল চক্র এবং হাসপাতালের কমিশন বাণিজ্য।

এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কেউ কথা বলতে চায় নি।