Tag Archives: মাদকসহ

দাউদকান্দিতে যৌথবাহিনীর অভিযানে

দাউদকান্দিতে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ কারবারি গ্রেপ্তার

দাউদকান্দিতে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ কারবারি গ্রেপ্তার

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

কুমিল্লার দাউদকান্দিতে প্রায় চার লাখ টাকার মাদকসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশ। আটককৃত তাফাজ্জল হোসেন ভুট্টু (৪৬) উপজেলার গোপচর গ্রামের রাশেদ মিয়ার ছেলে

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে গৌরীপুর বাজারের কাঠপট্টিতে সেকান্দরের গোডাউনে অভিযান চালিয়ে ৪৬ বোতল বিদেশি মদ ও মাদক কারবারের সঙ্গে জড়িত তোফাজ্জল হোসেন ভুট্টোকে আটক করা হয়।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আমিনুল ইসলাম বলেন, গৌরীপুর বাজারে মাদকের একটি বড় চালান ঢুকছে এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যের যৌথ অভিযান চালিয়ে ৪৬ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। যার অনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা। মাদক আইনে মামলা দায়েরের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লা বুড়িচংয়ে দেড় কোটি টাকার মাদকসহ মাদক কারবারি আটক

কুমিল্লা বুড়িচংয়ে দেড় কোটি টাকার মাদকসহ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা প্রায় দেড় কোটি টাকার মাদকসহ এক মাদক কারবারিকে আটক করেছে সুলতানপুর ব্যাটেলিয়ান ৬০ বিজিবি। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে বুড়িচং উপজেলার জংগলবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি জসিম উদ্দিনকে আটক করে। এই সময় তার কাছ থেকে প্রায় দেড় কোটি টাকার মূল্যের ৪৮ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

মঙ্গলবার রাতে প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সুলতানপুর ব্যাটেলিয়ান (৬০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার।

আটককৃত মাদক কারবারি জসিম উদ্দিন কুমিল্লা সদর উপজেলার শ্রীপুর গ্রামের মৃত আব্দুল জব্বার মিয়ার ছেলে।

বিজিবি জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) একটি দল বুড়িচং সীমান্তবর্তী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এই সময় উপজেলার সীমান্ত পিলার ২০৬৭/৮-এস থেকে আনমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জংগলবাড়ি এলাকা থেকে ১ কোটি ৪৬ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ৪৮ হাজার পিস ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি মোটর সাইকেল জব্দ করে। আটককৃত মাদকসহ আসামীকে পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লায় মাদকসহ অবৈধভাবে অনুপ্রবেশকারী

কুমিল্লায় মাদকসহ অবৈধভাবে অনুপ্রবেশকারী ২ ভারতীয় নাগরিক আটক

কুমিল্লায় মাদকসহ অবৈধভাবে অনুপ্রবেশকারী ২ ভারতীয় নাগরিক আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর বিশেষ টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকারী ০২ জন ভারতীয় নাগরিককে মাদক সহ আটক করা হয়েছে।

শনিবার (০২ নভেম্বর) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ শাহাপুর পোষ্ট এর বিশেষ টহলদল সীমান্ত পিলার ২০৮৪/৭-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহাপুর নামক স্থান হতে ০৪টি বিয়ার ক্যানসহ অবৈধভাবে অনুপ্রবেশকারী ০২ জন ভারতীয় নাগরিক মোঃ রনি(২১), পিতা- মৃতঃ দেলোয়ার হোসেন,মোঃ দেলোয়ার হোসেন(১৮), পিতা-মৃত আয়ুব আলী কে আটক করা হয়।
অভিযানে ভারত থেকে বাংলাদেশে পাচারের প্রাক্কালে বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ০৪টি বিয়ার ক্যান।

বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্তে মাদক এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।আটককৃত মালামাল ও আসামীদ্বয়কে মামলা দায়ের পূর্বক কোতয়ালী মডেল থানা, কুমিল্লায় হস্তান্তর করা হয়েছে।

এ ধরনের সফল অভিযান সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির দৃঢ় প্রতিশ্রুতি ও তৎপরতার প্রমাণ।