Tag Archives: মাদক বিরোধী অভিযান

কুমিল্লায় ইয়াবাসহ মহিলা

কুমিল্লায় ইয়াবাসহ মহিলা মাদক কারবারি আটক

কুমিল্লায় ইয়াবাসহ মহিলা মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় ১২৫০ পিস ইয়াবাসহ একজন মহিলা মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

১৫ অক্টোবর সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার পশ্চিম মাঝিগাছা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব।

কুমিল্লায় ইয়াবাসহ মহিলা

আটককৃত মাদক কারবারি কহিনুর বেগম (৪৫) কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন গোমতী নদীর চর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। আটককৃতর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সদর দক্ষিণে

সদর দক্ষিণে মাদকসহ ২ যুবক আটক

সদর দক্ষিণে মাদকসহ ২ যুবক আটক

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার সদর দক্ষিণে মাদকসহ ২ যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

১৫ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ উপজেলার লক্ষীপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় ৪ কেজি গাঁজা, ৫০ বোতল ফেন্সিডিল, ২৪ ক্যান বিয়ার ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করা হয়।

সদর দক্ষিণে

আটককৃতরা হলেন, দাউদকান্দি উপজেলার টামটা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মোঃ জহিরুল ইসলাম কামরুল (২৪) ও একই গ্রামের মৃত. সামসু মিয়ার ছেলে মিজান (৩১)।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা, ফেন্সিডিল ও বিয়ার সংগ্রহ করে কুমিল্লাসহ অন্যান্য জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

চৌদ্দগ্রামে ৩৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে ৩৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি রেইডিং টিম। এসময় একটি সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়।

শনিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার কালিকাপুর ইউনিয়নের দৌলবাড়ি গ্রামস্থ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশ থেকে এ মাদক উদ্ধার করা হয়।

কুমিল্লার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক তত্বাবধানে ও উপপরিদর্শক মোঃ মুরাদ হোসেনের নেতৃত্বে এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এসময় আসামী রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে উপপরিদর্শক মোঃ মুরাদ হোসেন বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি অজ্ঞাত মামলা দায়ের করেন।