মিয়ানমার থেকে ফিরছে ৮৫ বাংলাদেশি, দেশে যাচ্ছেন ১২৩ বিজিপি
মিয়ানমারের বিভিন্ন কারাগারে বন্দি থাকা ৮৫ বাংলাদেশি দেশে ফিরছেন কারাভোগ শেষে, আর রাখাইন রাজ্যের অস্থিরতার কারণে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২৩ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) এবং সেনা সদস্য মিয়ানমারে ফেরত যাচ্ছেন। কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট (এডিএম) মুহাম্মদ আতাউল গনি ওসমানী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাটে নিয়ে আসা হয় ১২৩ জন মিয়ানমারের বিজিপি ও সেনা সদস্যদের। একই জাহাজে ফিরিয়ে আনা হবে মিয়ানমারে আটক থাকা ৮৫ জন বাংলাদেশি নাগরিককে। বন্দিদের নামানোর পর মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়ে জাহাজটি আবারও মিয়ানমারের উদ্দেশ্যে রওনা হবে।
মুহাম্মদ আতাউল গনি আরও জানান, বাংলাদেশে ফেরত আসা ৮৫ জনের মধ্যে ২৬ জন ছিলেন মিয়ানমারের মলামাইন কারাগারে, ১৬ জন পাথেইন কারাগারে, ৩ জন চকমারউ কারাগারে এবং বাকিরা রাখাইনের বিভিন্ন কারাগারে বন্দি ছিলেন। তাদের বেশিরভাগই অবৈধভাবে নৌপথে বিদেশ যাওয়ার পথে আটক হয়েছিলেন। তাদের মধ্যে ৫৬ জন কক্সবাজারের বাসিন্দা, বাকিরা নারায়ণগঞ্জ, নরসিংদী, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী এবং ঢাকা জেলার বাসিন্দা।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, এ প্রক্রিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সম্পন্ন হয়েছে এবং জেলা প্রশাসন, বিজিবি, কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে কাজ করা হয়েছে। এর আগেও একই প্রক্রিয়ায় কয়েক দফা বন্দি বিনিময় হয়েছে।
উল্লেখ্য, এর আগে ১৫ ফেব্রুয়ারি ইনানী নৌবাহিনীর জেটিঘাট থেকে ৩৩০ জন বিজিপি, সেনা, এবং কাস্টমস কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছিলো। ২৫ এপ্রিল ২৮৮ জন সেনা ও বিজিপি সদস্য মিয়ানমারে ফেরত যান এবং ১৭৩ জন বাংলাদেশি দেশে ফেরেন। সর্বশেষ ৮ জুন ১৩৪ জন বিজিপি ও সেনা সদস্যকে ফেরত পাঠানো হয়, সেই সাথে ৪৫ জন বাংলাদেশি দেশে ফেরেন। এবার ৮৫ জন বাংলাদেশি দেশে ফিরছেন এবং ১২৩ জন মিয়ানমার নিরাপত্তা বাহিনীর সদস্য তাদের দেশে ফিরে যাচ্ছেন।