Tag Archives: মুখ খুললেন

রোজাকে নিয়ে মুখ খুললেন তার সাবেক প্রেমিক

রোজাকে নিয়ে মুখ খুললেন তার সাবেক প্রেমিক

রোজাকে নিয়ে মুখ খুললেন তার সাবেক প্রেমিক

ডেস্ক রিপোর্ট:

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খানের বিয়ে নিয়ে খবর প্রকাশ পায় শনিবার (৪ জানুয়ারি)। তিনি মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে দ্বিতীয় বিয়ে করেছেন। তবে তার দ্বিতীয় বিয়ের খবর প্রকাশিত হওয়ার পর নতুন স্ত্রীর পুরনো প্রেমের বিষয়টি আলোচনায় এসেছে।

তারকা গায়কের দ্বিতীয় স্ত্রীর পুরনো প্রেম নিয়ে যখন নানা আলোচনা-সমালোচনা, ঠিক তখনই সংবাদমাধ্যম বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে এ ব্যাপারে খোলামেলা কথা বললেন রোজা আহমেদের সাবেক প্রেমিক। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, ২০১৬ সাল থেকে প্রেমের সম্পর্কে ছিলেন তারা।

রোজা আহমেদের সাবেক প্রেমিক বলেন, কিছু ঘটে বলেই কিছু রটে। ২০১৬ সাল থেকে সম্পর্কের শুরু, গত ৯ বছর আমাদের সম্পর্ক ছিল।গতকাল শনিবার পর্যন্তও বিষয়টি (বিয়ে) জানতাম না আমি। তিনমাস আগে ব্রেকআপ হয়েছে। অথচ বিভিন্ন মাধ্যমে তারা বলছে―এক বছর ধরে তাদের সম্পর্ক চলছে। আমি জানি না আসলে এটা সত্য কতটুকু, মিথ্যা কতটুকু। কিন্তু আমাদের ব্রেকআপ হয়েছে তিন-সাড়ে তিনমাস হবে। এই ব্রেকআপের কারণও তাহসানই ছিল। যেটা সত্য সেটি আমি ঢাকতে পারব না মিথ্যা দিয়ে।

নিজেকে রোজার সাবেক প্রেমিক দাবি করা যুবক সম্পর্কের গভীরতা নিয়ে বলেন, এটা তো বলা বাহুল্য। ৯ বছরের একটি সম্পর্ক, এটা তো বলা যায় না। আমাদের চাইল্ডহোড প্রেম ছিল। চাইল্ডহোডের সেই প্রেম থেকে ওর (রোজা আহমেদ) ক্যারিয়ারে আজ এ পর্যন্ত আসা, আবার সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে গেছে, এখানেও আমার কন্ট্রিবিউশন ছিল। সবকিছু মিলিয়ে এটা তো বলা সম্ভব না।

প্রতারণার শিকার হয়েছেন বলেও দাবি করেন এ যুবক। তবে সাবেক প্রেমিকার বিয়ে হওয়ায় তাতে একদমই ব্যথিত নয় বলেও জানান। তিনি বলেন, আপনারা তো বিষয়টি এখন জানতে পেরেছেন, আমাদের তো ব্রেকআপের রিজনই ছিল এটা। আপনি যদি জানেন আপনার সঙ্গে প্রতারণা করা হয়েছে, আমি যখন হঠাৎ শুনতে পেয়েছি তখন ব্যথিত হয়েছি। তাদের নাকি এক বছরের রিলেশনশিপ। কিন্তু আমি কনফার্ম করতে পারি এটা ভুয়া। আমার কাছে সব প্রমাণ আছে যে, আমাদের হয়তো চারমাস হবে ব্রেকআপ হয়েছে।

তিনি বলেন, তারা দাবি করছে সে (রোজা আহমেদ) নিউইয়র্ক থেকে কসমেটিক্সের ওপর ডিগ্রি লাভ করেছে। আমি আপনাকে বলছি, নিউইয়র্কে ইউনিভার্সিটি আছে, কিন্তু সেখানে এই রিলেটেড কোনো সাবজেক্ট নেই। সে কিন্তু এইচএসসি (HSC) পাস। বাংলাদেশে এই পরীক্ষা দিয়ে ওই জায়গায় এমন সাবজেক্টে ভর্তি হওয়া সম্ভব নয়। সে এই মিথ্যা চালিয়ে যাচ্ছে। নিউইয়র্ক ইউনিভার্সিটিতে তো এই সাবজেক্টই নেই।

সাবেক প্রেমিক দাবি করা এ যুবক বলেন, সে (রোজা আহমেদ) বিদেশ যাওয়ার সময় আমার কাছ থেকে ১৫ লাখ টাকার মতো নিয়েছেন। সে টাকাগুলো তো আমি পাইনি, আমি জানি না সে টাকাগুলো ফেরত দেবে কিনা। এছাড়া আর এগেও একটি সম্পর্কে ছিলেন। লাস্ট বয়ফ্রেন্ড আমিই ছিলাম। আমাদের ৯ বছরের একটা রিলেশন ছিল। এমনকি একমাস আগেও সে আমাকে ফোন করে সব মিটমাট করে ফেলতে চেয়েছিল।

নিরাপত্তা নিয়ে অবশেষে মুখ খুললেন

নিরাপত্তা নিয়ে অবশেষে মুখ খুললেন সালমান খান

নিরাপত্তা নিয়ে অবশেষে মুখ খুললেন সালমান খান

ডেস্ক রিপোর্ট:

বলিউড অভিনেতা সালমান খানের জীবনে চলতি বছরের এপ্রিল মাসে ঘটে যাওয়া এক গুরুতর ঘটনা তার জীবনকে আরও শঙ্কার মধ্যে ফেলে দেয়। গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে ভোররাতে দুষ্কৃতকারীদের গুলির ঘটনা, তাকে ও তার বাবাকে করা একাধিক হত্যার হুমকি, এবং অক্টোবরের শুরুতে এনসিপি নেতা বাবা সিদ্দিকীর হত্যাকাণ্ড—সবকিছু মিলিয়ে সালমান খান এখন গভীর নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। বিশেষত, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং এই হত্যার দায় স্বীকার করার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সালমানের পুরোনো শত্রুতা কেন্দ্র করে বারবার তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

সালমান খান সম্প্রতি ‘বিগ বস ১৮’ রিয়েলিটি শোয়ের সঞ্চালনার সময় নিজের নিরাপত্তা নিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, তার জীবনে এখন চরম কঠিন সময় চলছে এবং তাকে প্রতিনিয়ত এই ঝুঁকি সামলে চলতে হচ্ছে। তিনি তার শুটিংয়ের প্রতিশ্রুতির কারণে কাজ থেকে বিরত না হওয়ার কথা বললেও, তার পরিবার বিশেষ করে মা-বাবা উদ্বিগ্ন হয়ে আছেন।

বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সালমানের শত্রুতার সূত্রপাত ১৯৯৮ সালের অক্টোবরে, যোধপুরে কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনায়। বিষ্ণোই সম্প্রদায় এই হরিণকে তাদের ধর্মীয় প্রতীক হিসেবে দেখে এবং এর সুরক্ষা তাদের ধর্মীয় দায়িত্ব। সেই থেকেই লরেন্স বিষ্ণোই এবং তার গ্যাং সালমানের বিরুদ্ধে ক্ষোভ পোষণ করে আসছে। এমনকি, ২০১৮ সালে পুলিশ হেফাজতে থাকাকালীন লরেন্স বিষ্ণোই প্রকাশ্যে সালমানকে হত্যার শপথ নেয়।

বর্তমান পরিস্থিতিতে সালমান তার নিরাপত্তা বাড়াতে বাধ্য হয়েছেন। কয়েক কোটি টাকা দিয়ে বুলেটপ্রুফ গাড়ি কিনেছেন এবং তার নিরাপত্তারক্ষীর সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। তবুও, প্রতিনিয়ত তার প্রতি আসা হুমকি ফোন ও মেসেজের ফলে তার জীবন এখন চরম সংকটে রয়েছে।

সালমান খান শুধু একজন অভিনেতা নন, তিনি বলিউডে এক বিশিষ্ট ব্যক্তিত্ব। কিন্তু তার জীবনের এই অন্ধকার অধ্যায় এবং লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে চলমান শত্রুতা তার জন্য এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে।

সালমান খানের সঙ্গে গোপন বিয়ে

সালমান খানের সঙ্গে ‘গোপন বিয়ের’ খবরকে মুখ খুললেন ঐশ্বরিয়া

সালমান খানের সঙ্গে ‘গোপন বিয়ের’, খবরকে মুখ খুললেন ঐশ্বরিয়া

ডেস্ক রিপোর্ট:

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই সালমান খানের সঙ্গে ‘গোপন বিয়ের’ খবরকে সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দিয়েছেন। বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া এই খবরকে ভিত্তিহীন বলে অভিহিত করেছেন তিনি।

সোমবার পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, মুম্বাইয়ের লোনাভালার একটি বাংলোতে গোপনে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেছেন সালমান খান ও ঐশ্বরিয়া রাই। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ঐশ্বরিয়া বিয়ের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং এটি তার পরিবারের কাছ থেকে গোপন রেখেছেন।

গুজব ছড়িয়েছে যে, সালমান ও ঐশ্বরিয়া গোপনে নিউইয়র্কে হানিমুনেও গিয়েছিলেন। এই ধরনের খবর বলিউড ইন্ডাস্ট্রিতে নেতিবাচক প্রভাব ফেলেছে ঐশ্বরিয়ার ক্যারিয়ারে।

এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া স্পষ্টভাবে বলেন, ‘বিয়ের খবরটি যদি সত্য হতো, ইন্ডাস্ট্রি অবশ্যই তা জানত, কারণ এটি একটি ছোট পৃথিবী। আমি এমন কেউ নই যে আমার বিয়ে লুকিয়ে রাখবো।’

গত কয়েক মাস ধরে ঐশ্বরিয়া রাই এবং তার স্বামী অভিনেতা অভিষেক বচ্চনের মধ্যে দাম্পত্য কলহের গুঞ্জন শোনা যাচ্ছে। বিশেষ করে আম্বানি পরিবারের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে প্রবেশ না করায় তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন আরও তীব্র হয়েছে। এছাড়াও, সম্প্রতি দুবাইয়ে এক অনুষ্ঠানে ঐশ্বরিয়া রাইকে বিয়ের আংটি ছাড়া দেখা গেছে, যেখানে তার মেয়ে আরাধ্যাও সঙ্গে ছিল। এ ঘটনার পর থেকেই তাদের দাম্পত্য জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।