Tag Archives: শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তর

শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তর

শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তর যে বার্তা দিলো

শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তর যে বার্তা দিলো

ডেস্ক রিপোর্ট:

চলতি সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমতে পারে এবং শীতের আমেজ আসতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম।

এদিকে, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে শুক্রবার (৪ অক্টোবর) রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় ভারী (প্রতি ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটারের বেশি) বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলিতে ভূমিধসের আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার আরও একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

এই অবস্থায়, দেশের সব বিভাগে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, আগামী কয়েকদিনে দেশের সব বিভাগে ঝড়বৃষ্টি ও ভারী বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম আরও জানান, মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পর চলতি সপ্তাহের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে রাতের তাপমাত্রা কমে আসবে এবং এই সময়ে কিছুটা শীত অনুভূত হতে পারে।