মনোহরগঞ্জে স্ত্রীকে হত্যা করে মাটিচাপা দিলেন স্বামী
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খালপাড়ে মাটিচাপা অবস্থায় আইরিন আক্তার নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছয় দিন ধরে নিখোঁজ থাকার পর তার স্বামী সেলিম মিয়া আইরিনের খোঁজ চেয়ে প্রচার চালান।
রোববার (২৭ অক্টোবর) বিকেলে মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের বাইশগাঁও গ্রামের নদনা খালপাড় থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
আইরিন আক্তার মনোহরগঞ্জ উপজেলার দিশাবন্দ গ্রামের দুলাল মিয়ার মেয়ে। তার তিন বছরের একটি ছেলে ও সাত বছরের একটি মেয়ে রয়েছে। প্রায় নয় বছর আগে বাইশগাঁও গ্রামের নদনা খালপাড়ের বাসিন্দা সেলিমের সাথে তার বিয়ে হয়।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে বাইশগাঁও গ্রামে সেলিমের নতুন বাড়ির পাশে নদনা খালপাড়ে দুর্গন্ধ ছড়াতে থাকলে তারা মাটিচাপা অবস্থায় লাশের বিষয়টি জানতে পারেন। খবর পেয়ে বিকেলে পুলিশ গিয়ে গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করে। এলাকাবাসী লাশের সন্ধান পাওয়ার পরই সেলিম পালিয়ে যান। তাদের ধারণা, যৌতুক ও পারিবারিক কলহের জেরে আইরিনকে হত্যা করে মাটিচাপা দেয়া হয়েছে। ঘটনার পর থেকে সেলিম পলাতক থাকায় পুলিশ শ্বশুর ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
আইরিনের মা ছায়েরা খাতুন বলেন, নিখোঁজের আগের দিন ২০ অক্টোবর বিকেলে আমি মেয়ের বাড়ি থেকে আসি। ২১ অক্টোবর সকালে সেলিম ফোন করে জানান যে, আইরিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি জানার পর সেদিনই থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করি। কিন্তু বুঝতে পারিনি, তারা মেয়েটাকে খুন করে মাটিচাপা দিয়েছে। আমি হত্যাকারীদের বিচার চাই।
মনোহরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) সোমেন মজুমদার জানান, এই ঘটনায় শ্বশুর ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং পরে তাদের হত্যা মামলায় অন্তর্ভুক্ত করা হবে।