শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনা উপজেলা আ’লীগের বর্ধিত সভা বাতিলের জন্য রির্টানিং কর্মকর্তার কাছে আবেদন

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৩, ২০১৯
news-image

স্টাফ রিপোর্টারঃ
চান্দিনা উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা বাতিলের জন্য চান্দিনা উপজেলা রির্টানিং কর্মকর্তার কাছে আবেদন করেছেন চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মোঃ মজিবুর রহমান।

তিনি আবেদনপত্রে উল্লেখ করেন, আমি একজন চেয়ারম্যান প্রার্থী। আগামী ১৫ মার্চ উপজেলার দোল্লাই নবাবপুর আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে চান্দিনা উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় উপজেলা পরিষদ নির্বাচন পরিচালনা কমিটি গঠন হবে। উক্ত সভায় স্থানীয় সাংসদ উপস্থিত হলে চান্দিনায় চেয়ারম্যান পদে আমার প্রতিদ্বন্দ্বি প্রার্থী তপন বকসি, ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ জহিরুল হক মুন্সি ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী সাফিয়া আক্তারকে ভোট দেওয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিতে পারেন বলে আশংকা করছি । যা নির্বাচনী আচরণ বিধি লংঘনের শামিল। তাই বর্ধিত সভাটি বাতিল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। সেই সাথে উপরোক্ত তিন প্রার্থী প্রতিক বরাদ্দ পাওয়ার আগেই নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বলেও আরেকটি অভিযোগ করা হয়।

আর পড়তে পারেন