ইরানের ৬টি বিমানবন্দরে ইসরাইলের হামলা, বিমান ধ্বংসের দাবি

ইসরাইলি সেনাবাহিনী ইরানের ছয়টি বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে। সোমবার পশ্চিম, মধ্য ও পূর্ব ইরানের বিভিন্ন বিমানবন্দরে এই হামলা পরিচালিত হয়। ইসরাইলি বাহিনীর দাবি, তাদের ড্রোন হামলায় ইরানের ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস হয়েছে। খবর আল-জাজিরার।
ইসরাইলি সেনাবাহিনী এক্স (টুইটার) প্ল্যাটফর্মে একটি বিবৃতি প্রকাশ করে। সেখানে তেহরানের মেহরাবাদ, মাশহাদ ও দেজফুল বিমানবন্দরকে হামলার লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়। পোস্টে সংযুক্ত ছবিতে দেখা যায়, বিমানবন্দরগুলোর রানওয়ে, ভূগর্ভস্থ বাঙ্কার ও একটি জ্বালানিবাহী বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ইরান সরকারের এফ-১৪, এফ-৫ ও এএইচ-১ যুদ্ধবিমানও আক্রান্ত হয়েছে বলে দাবি করা হয়।
ইসরাইলি বাহিনী আরও জানায়, এই হামলার মাধ্যমে ইরানের বিমানবাহিনীর উড্ডয়ন ক্ষমতা ও সামরিক কার্যক্রম ব্যাহত হয়েছে।
গত শুক্রবার (১৩ জুন) ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরাইল। এর জবাবে ইরানও ইসরাইলের বিভিন্ন স্থানে পাল্টা হামলা শুরু করে। দুই দেশের মধ্যে এই সংঘর্ষে বহু মানুষ হতাহত হয়েছেন।
এদিকে, শনিবার যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘর্ষে জড়িয়ে পড়ে। মার্কিন বাহিনী ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে দাবি করেন, এই হামলা সফলভাবে সম্পন্ন হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে ইরান ও ইসরাইলের মধ্যে উত্তেজনা আরও বাড়ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। আন্তর্জাতিক সম্প্রদায় সংঘাত প্রশমনে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে।