কুমিল্লায় গোমতী রক্ষায় গভীর রাতে জেলা প্রশাসকের অভিযান

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার ঐতিহ্যবাহিী গোমতি নদী রক্ষায় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান নিজেই গভীর রাতে অভিযানে গেলেন।
জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ বৃহস্পতিবার আনুমানিক রাত ১১ টা থেকে শুক্রবার ভোর রাত ৪ টা পর্যন্ত পরিচালিত অভিযানে কুমিল্লার গোমতী নদীতে অবৈধভাবে মাটি উত্তোলন কাজে ব্যবহৃত ৩ টি ড্রাম ট্রাক এবং ১ টি ভেকু জব্দ করা হয়েছে। মাটি উত্তোলন করায় ৪ জন ব্যক্তি প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এ সময় মোবাইল কোর্টকে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন কোতয়ালী মডেল থানা এবং ফায়ার সার্ভিসে, জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যগণ।
অভিযানে ছিলেন আর্দশ সদরের সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু সাঈদ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত দত্ত ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিয়াউর রহমান সুজন ।