শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় পুকুরে ডুবে প্রাণ হারালো মা ছেলে!

আজকের কুমিল্লা ডট কম :
মে ১১, ২০২১
news-image

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার হোমনায় পুকুরের পানিতে ডুবে মা-ছেলের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার নিলখী ইউপির ইটাভরা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- ইটাভরা গ্রামের সুমন মিয়ার স্ত্রী শাহিদা আক্তার (২৬) ও ছেলে মো. সৌরভ(৪) ।

হোমনা থানার ওসি মো.আবুল কায়েস আকন্দ বলেন, দুপুরে বাড়ির পাশের একটি ডুবায় মা-ছেলে গোসল করতে যায়। এ সময় মায়ের অগোচরে তার ছেলে পানিতে পড়ে ডুবে যায়। পরে ছেলেকে উদ্ধার করতে গিয়ে কাপড় পেচিয়ে পানিতে ডুবে মায়েরও মৃত্যু হয়।

ওসি আরো জানান, পরবর্তীতে স্থানীয়রা তাদেরকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

আর পড়তে পারেন