কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ করোনা ইউনিটে করোনা ভাইরাসের লক্ষণ-উপসর্গ নিয়ে এক নারীসহ মারা গেছে ৫ জন। হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ২ জন, করোনা ওয়ার্ডে ১ জন এবং আইসোলেশনে ২ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রোববার (৫ জুলাই) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি সার্জন ডা. ইশতিয়াক চৌধুরী জানান, গত ২৪ ঘন্টায় মৃত ৫ জনই জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন।
মৃত ব্যক্তিরা হলেন, নাঙ্গলকোটের আবদুল আলিম (৬৭), বুড়িচংয়ের নুরুজ্জামান (৮৮), নুরজাহান (৮০), ব্রাহ্মনপাড়ার মোশাররফ হোসাইন (৫৩) ও চাঁদপুরের টিপু সুলতান (৪৬)।