কুসিক কাউন্সিলর একরাম হোসেন বাবু গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ড কাউন্সিলর একরাম হোসেন বাবুকে গ্রেফতার করেছে করেছে কোতয়ালী থানা পুলিশ।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১১টায় নগরীর ঠাকুরপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে।
কাউন্সিলর একরাম হোসেন বাবু নগরীর ঠাকুরপাড়ার বাসিন্দা। সে জামায়াতের রাজনীতির সাথে জড়িত।
কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, একজন ব্যক্তিকে আটক করে বাসায় নিয়ে খালি স্ট্যাম্প ও খালি চেকে জোরপূর্বক স্বাক্ষর নেয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতার করার পর তার বাসা থেকে স্ট্যাম্প ও চেক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
এছাড়া তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা, বিস্ফোরক দ্রব্য উৎপাদন, সন্ত্রাস ও নারী-শিশু নির্যাতন দমন আইনে ২টি সহ মোট ১৫টি মামলা রয়েছে।