চান্দিনায় মাদক ও নগদ অর্থসহ মাদক সম্রাজ্ঞী জোৎসনা বেগম আটক

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চান্দিনা উপজেলা থেকে ৫২ কেজি গাঁজা, ১৫৪ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির নগদ প্রায় দেড় লক্ষ টাকাসহ মাদক সম্রাজ্ঞী জোৎসনা বেগমকে (৩৮) আটক করেছে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।
শুক্রবার (৪ আগষ্ট) ভোররাতে চান্দিনা উপজেলার কাশিমপুর (পশ্চিমপাড়া) এলাকার খলিল মিয়ার বাড়ি থেকে মাদক ও নগদ অর্থসহ তাকে আটক করা হয়। বিকেল সাড়ে ৫ টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক হওয়া মাদক সম্রাজ্ঞী জোৎসনা বেগম চান্দিনা উপজেলার কাশিমপুর (পশ্চিমপাড়া) এলাকার খলিলুর রহমানের স্ত্রী।
কুমিল্লা র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কতিপয় মহিলা মাদক ব্যবসায়ী কাশিমপুর (পশ্চিমপাড়া) গ্রামস’ জনৈক খলিলুর রহমান এর বাড়িতে অবৈধ মাদক কেনাবেচার জন্য মজুদ রেখেছে। এ সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে জনৈক খলিলুর রহমান এর রান্না ঘরের পাশে লাকড়ি ঘরে গর্তে ভিতর একটি ড্রাম ও বস্তায় রক্ষিত অবস’ায় ৫২ কেজি গাঁজা, ১৫৪ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির নগদ ১ লক্ষ ৭৯ হাজার ৫ শ টাকাসহ জোৎসনা বেগমকে আটক করা হয়।
উদ্ধারকৃত ৫২ কেজি গাঁজার আনুমানিক মূল্য ৩ লক্ষ ১২ হাজার টাকা ও ১৫৪ বোতল ফেন্সিডিল এর আনুমানিক মুল্য ৭৭ হাজার টাকা।