চৌদ্দগ্রামে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ইয়াবা ও ফেন্সিডিল আটক
স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চৌদ্দগ্রামের ভারতের সীমান্তবর্তী এলাকায় ১০ বিজিবি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা ও ফেন্সিডিল আটক করেছে। যার মূল্য ৩৩ লাখ ৫৮ হাজার ৪ শত টাকা।
২৪ জুলাই চৌদ্দগ্রামের ভারতের সীমান্ত থেকে ২০০ গজ বাংলাদেশের ভিতরে বদরপুর এলাকায় ১০ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল মুহাম্মদ ইসহাকের সার্বিক দিক নির্দেশনায় ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৮৯৬ বোতল ফেন্সিডিল জব্দ করে।
১০ বিজিবির সহকারি পরিচালক মো: পারভেজ শামীম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।