তরী সামাজিক বুননের উদ্যোগে সম্মাননা পেলেন ১০ কীর্তিমান মা
স্টাফ রিপোর্টার:
তরী সামাজিক বুননের আয়োজনে ফয়জুন্নেসা স্কুলের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে কীর্তিমান মা সন্মাননা ২০২৩ অনুষ্ঠান।
শুক্রবার (২৬মে) তরী সামাজিক বুননের সভাপতি দিলনাশি মোহসেনের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রফেসর জামাল নাছের চেয়ারম্যান মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা: ইজাজুল হক । কীর্তিমান মা দের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন তরী সামাজিক বুননের উপদেষ্টা আলহাজ্ব শাহ মোঃ আলমগীর খান,ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল,বি এম এ কুমিল্লার সাবেক সভাপতি ডা: ইকবাল আনোয়ার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন কুমিল্লার সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম , দৈনিক প্রথম আলোর ষ্টাফ রিপোর্টার গাজীউল হক সোহাগ,সু- শাসনের জন্য নাগরিক কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক আলী আহসান টিটু ।
সন্মাননাপ্রাপ্ত মা দের উত্তরীয় পরিয়ে দেন তরী সামাজিক বুননের সাধারণ সম্পাদক আয়েশা সিদ্দিকা সুমা । এ বছর ১০ জন মাকে কীর্তিমান মা সন্মাননা প্রদান করা হয় । অনুষ্ঠানের অতিথিবৃন্দ মা দের হাতে সন্মাননা স্মারকসহ উপহার সামগ্রী তুলে দেয়া হয় ।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা ও সম্বনয় করে তরী সামাজিক বুননের সম্বন্বয়ক রেজবাউল হক রানা।