সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে দু’টি বাস খাদে পড়ে নিহত ২, আহত ২৩

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৫, ২০১৯
news-image

 

জাকির হোসেন হাজারিঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে দু’ুটি বাস খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৩ জন।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৩ টার দিকে উপজেলার বানিয়াপাড়া এলাকায় ওভারটেক করতে গিয়ে দু’টি বাস সড়কের দু’পাশে ছিটকে পড়লে এ দূর্ঘটনা ঘটে ।

নিহতদের মধ্যে একজন অজ্ঞাত এবং অপরজন দাউদকান্দি উপজেলার ডেকরিখোলা গ্রামের উত্তম চন্দ্র দাসের ছেলে সুজন চন্দ্র দাস(২০)।

পুলিশ ও এলাকাবাসী আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে( গৌরীপুর) নিয়ে গেলে গুরুত্বর অবস্থায় ২৩ জনকে ঢাকায় প্রেরণ করা হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, কুমিল্লা ও নোয়াখালিগামী দু’টি যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে। বাস দুটি পুলিশ হেফাজতে রয়েছে।

আর পড়তে পারেন