নবীনগরে অটোরিক্সা পুকুরে, চালক নিহত

মো. দেলোয়ার হোসেন, নবীনগর :
নবীনগরে ব্যাটারি অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে জুয়েল মিয়া (১৮) নামে এক চালক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে, উপজেলার শ্যামগ্রাম দক্ষিন পাড়ার আহম্মদ আলীর একমাত্র পুত্র জুয়েল মিয়া অভাব অনটনের পাঁচ ভাই বোনের সংসারে আহারের যোগান দিতেই সে অটোরিক্সা চালানোর পথ বেঁছে নেই।
শুক্রবার সারাদিন রিক্সা চালিয়ে রাতের বেলায় গাড়ী চার্জে লাগানোর উদ্যেশে গ্যারেজে যাবার পথে গর্তে চাকা পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায় গাড়িটি। এলাকাবাসী টের পেয়ে পানির নিচ থেকে গাড়িসমেত জুয়েল কে উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।