বারপাড়ায় শহীদ জিয়া স্মৃতি নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা আদর্শ সদরের ৬নং জগন্নাথপুর ইউনিয়নের অন্তগত ২নং ওয়ার্ড বারপাড়া যুব সমাজের আয়োজনে শহীদ জিয়া স্মৃতি নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬জানুয়ারী) রাত ৮ টায় বারপাড়া কৃষ্ণপুর লালমিয়া বাউন্ডারি সংলগ্ন মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর স্মরণে লাল দল ও সবুজ দল একাদশ দলের মধ্যকার দিনব্যাপী এই খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালে প্রথমে লাল দল একাদশ ১০ ওভারে ১০০ রানের বিপরীতে সবুজ দল একাদশ ৯.২বল ওভারে ১০১ রান করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বারপাড়া কৃষ্ণপুর কেন্দ্রীয় ঈদগাহ্ জামে মসজিদের সাধারণ সম্পাদক নাছরুল হক রাসেল,কুমিল্লা সরকারি কলেজ ছাএদলের আহ্বায়ক আমির ফারুক । চ্যাম্পিয়ান দল কে নগদ অর্থ প্রদান ও রানার্সআপ দলকে ১টি ক্রিকেট ব্যাট প্রদান করা হয়।
আয়োজকরা জানান, শরীর ও মন সুস্থ রাখতে খেলাধূলার কোন বিকল্প নাই। করোনার চেয়ে অত্যান্ত ভয়াবহ মাদক, তাই যুবকদের মাদক থেকে দূরে রাখতে এই খেলার আয়োজন করা হয়।
বারপাড়া যুব সমাজের আয়োজনে ৬নং জগন্নাথপুর ইউনিয়ন ছাএদল নেতা তানভীর আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মাসুম আহমেদ সর্দার,আনোয়ার হোসেন আনু,হাসান মিয়াসহ ক্রীড়াপ্রেমি অনেক দর্শক।
এসময় আয়োজক কমিটির মধ্যে ছিলেন শাহি,আয়ন,ফাহিম, তানিম, রিফাত, আলাউদ্দিন, আহনাফসহ আরো অনেকে
এদিকে খেলা দেখার জন্য ক্রীড়ামোদী দর্শকে মাঠ ছিল কানায় কানায় পরিপূর্ণ। খেলায় টান টান উত্তেজনা বিরাজমান ছিল। এসময় প্রাণের স্পন্দন ঘটতে দেখা যায়।