বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ে অগ্নিকান্ডে গবাদি পশু ও ঘর পুড়ে ছাই

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১৭, ২০২১
news-image

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার  ষোলনল ইউনিয়নের মহিষমারা পুরাতন ভুঁইয়া বাড়িতে শনিবার দিবাগত রাত ১২টায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের সৃষ্ট অগ্নিকান্ডে গাভি, ফ্রিজ,নগদ ৮০ হাজার টাকার আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

মৃত সুলতান মিয়ার দুই ছেলে মহসিন ও আবু জাহের ভুঁইয়ার ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়,নগদ টাকা,আসবাবপত্রসহ  প্রায়  ৬  লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে থেকে জানা যায়, রাতে মহসিন ও আবু জাহের ভূইয়ার ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন সূত্রপাত ঘটে। এ আগুন ছড়িয়ে পড়ে সব পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে বুড়িচংয়ের ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বুড়িচং ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার জানান,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় । এ ঘটনায় প্রায় ছয় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

আর পড়তে পারেন