বেপরোয়া যুবলীগ নেতা শাহাব উদ্দিন, একাধিকবার অভিযানেও বন্ধ হয়নি সীমান্তের মাটি উত্তোলন

দক্ষিণ চৌদ্দগ্রামে গত ১৭বছরে মাটি ব্যবসাসহ নানা অপকর্মে জড়িত চিওড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ শাহাব উদ্দিন। একাধিকবার প্রশাসনের অভিযান, জরিমানা করলেও তার মাটি ব্যবসার সাম্রাজ্য যেন বন্ধ হওয়ার নয়। দক্ষিণ চৌদ্দগ্রামের জগন্নাথ, চিওড়া ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় আতংকের নাম সাহাব উদ্দিন।
তার বয়াল থাকায় সীমান্তবর্তী শত শত কৃষি জমিন বিলীন হওয়ার পথে। শিগগিরই তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে সচেতন মহল। গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতন ঘটলেও এক ছাত্রদল নেতার সেল্টারে সেই শাহাব উদ্দিনের এখনো অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।
স্থানীয়রা অভিযোগ করেন, আ’লীগ সরকারের সময়ে গত ১৫ বছর ধরে চিওড়া ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ শাহাব উদ্দিন মাটিকাটা ও মাদক কারবার করে যাচ্ছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সম্প্রতি এক প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক কর্মকান্ড জানাজানি হয়। গত কয়েকদিন আগে মাটি কাটার সময় তার একটি ভেকু জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এরপরও তার দৌরাত্ম থেমে নেই। প্রতিদিন রাতে ও দিনে চলছে ডিমাতলী এলাকায় তার মাটি কাটার মিশন। তাঁর সাথে শান্তি কলোনি ও কেছকিমুড়া গ্রামের বেশ কয়েকজন জড়িত রয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। তার কর্মকান্ডের প্রতিবাদ করলে মানুষকে মাদক দিয়ে প্রশাসনের কাছে দেয়ার ভয় দেখায়।
এদিকে স্বৈরাচার সরকারের দোসর যুবলীগ নেতা মোহাম্মদ শাহাব উদ্দিনকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন সচেতন মহল।