শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বেপরোয়া গতির ট্রাক্টর খালে পড়ে যুবকের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২, ২০২৩
news-image

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বেপরোয়া গতির ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে এক যুবক নিহত হয়েছেন। এ আহত হয়েছেন আরও এক যুবক।

রোববার (২ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের সেলিম ওয়েলকাম পোল্ট্রি ফার্মের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের সাতাইশডোন এলাকার আজিমুর রহমানের ছেলে মো. রুবেল মিয়া (১৯)।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ জানান, রোববার বেলা ১১টায় বেপরোয়া গতির ট্রাক্টরটি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এ সময় ট্রাক্টর চাপায় রুবেল নামে এক যুবক নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আর পড়তে পারেন