ভিরাল্লা উদয়ন বিদ্যাপীঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মো. জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বারঃ
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ভিরাল্লা উদয়ন বিদ্যাপীঠ সাফল্যে ২০ বছর পদার্পণ উপলক্ষে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা’র পুরুস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার বেলা ১১টায় অত্র প্রতিষ্ঠান মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ভিরাল্লা উদয়ন বিদ্যাপীঠ স্কুলের পরিচালক খান মো. জামাল হোসেন এর সভাপতিত্বে ও অধ্যক্ষ মোসা. তাহমিনা বেগম’র সঞ্চলনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ি দানবীর মো. খসরুল আলম খান রিপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার পৌর আওয়ামীলীগ সহ-সভাপতি মো. মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা মো. আলী আহম্মদ খান, মুক্তিযোদ্ধা মো. আঃ মতিন সরকার, মুক্তিযোদ্ধা মো. আঃ সালাম, দেবিদ্বার প্রেসক্লাব যুগ্ন সাধারন সম্পাদক মো. জামাল উদ্দিন দুলাল সহ আরো অনেকে।
এদিকে উপস্থিত বক্তারা বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ঐতিহাসিক ভাষনে দেশের জন্য কল্যাণময় বক্তব্য দিয়ে ছিলেন, তাই আজ আমরা একটি স্বাধীন রাষ্ট্র ও পতাক পেয়েছি। বক্তারা কোমলমতি শিক্ষার্থীদের উদ্যোশে বলেন, ভালো শিক্ষার্থী হয়ে ভালো কিছু শিখবে, ভালো কিছু শিখে সমাজ’কে ভালো কিছু উপহার দিবে। সমাজ’কে ভালো কিছু উপহার দিলে সমাজ উন্নত হবে। সমাজ উন্নত হলে দেশ উন্নত হবে।