শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রের মেজর লিগে বর্ষসেরা মেসি

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৭, ২০২৪
news-image

যুক্তরাষ্ট্রের মেজর লিগে বর্ষসেরা মেসি

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির হয়ে প্রথম পূর্ণ মৌসুমেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ক্লাবের প্রথমবারের মতো সাপোর্টার শিল্ড জয়ে নেতৃত্ব দিয়েছেন লিওনেল মেসি। সেই সঙ্গে তিনি অর্জন করেছেন আসরের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি) পুরস্কার।

২০২৩ সালের জুনে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। এবারের মৌসুমে মায়ামির হয়ে প্রথমবারের মতো পূর্ণ সময় খেলার সুযোগ পান তিনি। যদিও আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকায় অংশ নেওয়া এবং চোটের কারণে ৬২ দিন দলের বাইরে থাকতে হয়েছিল তাকে। তবুও, মাঠে ফিরেই নিজের অসাধারণ পারফরম্যান্স দিয়ে সবার নজর কেড়েছেন তিনি। ১৯ ম্যাচে ২০টি গোল এবং ১৬টি অ্যাসিস্ট করেন এই আর্জেন্টাইন তারকা।

এমএলএসের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার পুরস্কারটির নাম রাখা হয়েছে ল্যান্ডন ডোনোভ্যানের নামে, যিনি লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির রেকর্ড স্কোরার এবং যুক্তরাষ্ট্রের সাবেক ফুটবল তারকা। খেলোয়াড়, গণমাধ্যমকর্মী এবং ক্লাবগুলোর ভোটের ভিত্তিতে এই পুরস্কার প্রদান করা হয়।

এক বিবৃতিতে এমএলএস জানিয়েছে, ৩৪.৪৩ শতাংশ ভোট পেয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মেসি। দ্বিতীয় স্থানে থাকা কলাম্বাস ক্রুর ফরোয়ার্ড কুচো এর্নান্দেস পেয়েছেন ৩৩.৭০ শতাংশ ভোট। বাকি তিনজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে কেউই ১০ শতাংশ ভোটের সীমা ছুঁতে পারেননি।

ইন্টার মায়ামির ইতিহাসে মেসিই প্রথম খেলোয়াড় যিনি এমএলএসের আসরের সেরা খেলোয়াড়ের মর্যাদা অর্জন করেছেন। মেসির নেতৃত্বে ক্লাবটি প্রথমবারের মতো সাপোর্টার শিল্ড জয়ের পাশাপাশি মেজর লিগ সকারে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়েছে। ইস্টার্ন কনফারেন্সে ২২টি জয় এবং ৮টি ড্রয়ে ৭৪ পয়েন্ট সংগ্রহ করে মৌসুমের প্রথম ভাগ শেষ করেছে দলটি।

আর পড়তে পারেন