র্যাঙ্কিং থেকে আইসিসি সরিয়ে দিল সাকিবের নাম
র্যাঙ্কিং থেকে আইসিসি সরিয়ে দিল সাকিবের নাম
আইসিসি প্রতি বুধবার দল ও খেলোয়াড়দের র্যাঙ্কিং হালনাগাদ করে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার মতো সাকিব আল হাসানের র্যাঙ্কিংও ছিল একসময় ধারাবাহিক।
ব্যাটিং-বোলিংয়ে যে কেউ শীর্ষে থাকুক না কেন, অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিবের নামই থাকত এক নম্বরে। শুধু সপ্তাহ বা মাস নয়, বছরের পর বছর ধরে ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ছিল তার দখলে। তবে এখন সেই দিনগুলো অতীত।
বর্তমানে আইসিসির ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সাকিবের নামই নেই। টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন সাকিব। যদিও ক্যারিয়ারের শেষ টেস্ট ঘরের মাঠে খেলতে চেয়েছিলেন তিনি। গত অক্টোবর মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলার ইচ্ছা থাকলেও তা আর সম্ভব হয়নি।
তবু টেস্ট র্যাঙ্কিংয়ে সাকিবের নাম আছে। কিন্তু ওয়ানডে ও টি-টোয়েন্টিতে, যেখানে দীর্ঘদিন অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছিলেন, সেখানে তার নাম অনুপস্থিত।
র্যাঙ্কিং থেকে একজন ক্রিকেটার বাদ পড়তে পারেন তিনটি কারণে। এক, নিষেধাজ্ঞা বা বহিষ্কার। যেমন, ২০১৯ সালে জুয়াড়ির প্রস্তাব গোপন করায় সাকিবকে নিষেধাজ্ঞা দেয় আইসিসি। সেই সময় র্যাঙ্কিং থেকে তার নাম সরানো হয়েছিল। এরপর আর কখনো র্যাঙ্কিং থেকে বাদ পড়তে হয়নি।
দুই, অবসর গ্রহণ। কানপুর টেস্টের আগেই সাকিব ঘোষণা দেন যে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের মাধ্যমে এই ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন। ফলে টি-টোয়েন্টি র্যাঙ্কিং থেকে তার নাম সরানো হয়েছে।
তিন, দীর্ঘদিন খেলায় অনুপস্থিতি। ওয়ানডে ক্রিকেটে সাকিব সর্বশেষ খেলেছেন ২০২৩ সালের ৬ নভেম্বর, শ্রীলঙ্কার বিপক্ষে। কিন্তু এর পর এক বছর পেরিয়ে যাওয়ায় তার নাম র্যাঙ্কিং থেকে বাদ পড়েছে। র্যাঙ্কিংয়ের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে ৯-১২ মাসের মধ্যে খেলোয়াড়ের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়। এর বেশি সময় খেলায় অনুপস্থিত থাকলে তার নাম সরিয়ে ফেলা হয়।
যদিও সর্বশেষ ওয়ানডে খেলার সময়েও সাকিব অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন, এখন আর র্যাঙ্কিংয়ে তার নাম নেই।