সদর দক্ষিণে ১২৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সদর দক্ষিণের উত্তর গোপালনগর এলাকা হতে ১২৯ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ সদস্যরা। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২১ এপ্রিল দুপুরে উত্তর গোপালপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন ভোলা জেলার সদর থানার চররমেশ গ্রামের আব্দুল মালেকের ছেলে মোঃ আবুল কাশেম (৪৩)। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।