সদর দক্ষিণ থেকে ১৬৬ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ১৬৬ বোতল ফেন্সিডিলসহ মোঃ জামাল হোসেন (২১) নামের এক যুবককে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
মঙ্গলবার (২১ জুন) সকালে সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের গোপাল নগর এলাকায় এ অভিযান পরিচালনা করে র্যাব।
আটককৃত যুবক কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দড়িবট গ্রামের মোঃ ইমান হোসেনের ছেলে।
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।