শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অনিয়মের দায়ে কুমিল্লায় ৪ স্বাস্থ্যকেন্দ্র বন্ধ

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৩০, ২০২২
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

সরকারি নির্দেশনা উপেক্ষা করে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার দায়ে কুমিল্লায় চার প্রতিষ্ঠানকে বন্ধ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

সোমবার (২৯ আগস্ট) দিনভর অভিযান চালিয়ে নানা অনিয়মের দায়ে প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয়।

কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

বন্ধ করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, কুমিল্লা নগরীর সদর হাসপাতাল পাশের ফেয়ার কনসালটেশন ও ডায়াগনস্টিক সেন্টার, চৌদ্দগ্রামের গুণবতী বাজারের হেলথ মেডিকেল সেন্টার, নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও অলি আহমেদ ডায়াগনস্টিক সেন্টার।

সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, অনিবন্ধিত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয়েছে। সব নিয়ম মেনে তারা প্রতিষ্ঠান পরিচালনা করতে চাইলে পুনরায় অনুমতি দেওয়া হবে।

জেলা জুড়ে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আর পড়তে পারেন