শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসকের বাণী

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২২, ২০১৮
news-image

 

২৩  জুন আন্তর্জাতিক পাবলিক সার্ভিস ডে। সিভিল সার্ভিস হোক সেবামুখী ও জনমুখী—এ প্রত্যাশায় জাতিসংঘের উদ্যোগে সারা বিশ্বে দিবসটি উদযাপিত হচ্ছে। জাতিসংঘের প্রথম পাবলিক সার্ভিস ডের মূল প্রতিপাদ্য ছিল ‘Celebrate the value and virtue of public service to the community’। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘Transforming Governance to Realize the Sustainable Development Goals’। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জননিরাপত্তা বিধান, পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্য রক্ষা, ভূমি প্রশাসন, কৃষি উন্নয়ন, প্রকল্প বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, জনসংযোগ, পরিবেশ সংরক্ষণ, রাজস্ব আদায়, দুর্যোগ ব্যবস্থাপনা, প্রাথমিক ও গণশিক্ষা, সামাজিক উন্নয়ন, ভেজাল খাদ্য নিয়ন্ত্রণ, স্থানীয় সরকার ব্যবস্থাপনা ইত্যাদি জনপ্রশাসনের মূল কর্মকাণ্ড। এসব দায়িত্ব পালনের পেছনে সততা, মেধা ও দক্ষতাই সিভিল সার্ভিস সদস্যদের শক্তি ও প্রেরণা। বাংলাদেশ সিভিল সার্ভিস সদস্যদের নিরলস পরিশ্রমের ফসল MDG (Millennium Development Goals) সফল অর্জন। তারই ধারাবাহিকতায় ২০৩০ সালে SDG অর্জনের মাধ্যমে বিশ্বে  বাংলাদেশ পরিচিতি লাভ করবে।

পাবলিক সার্ভিসের সদস্যগণের মাধ্যমেই একটি নির্বাচিত সরকার তার প্রতিশ্রুত সকল সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার চেষ্টা করে। এই সেবা উৎপাদন ও বিতরণে জনগণের প্রত্যাশা পূরণে সক্ষমতার উপরই পাবলিক সার্ভিসের দক্ষতা ও কার্যকারিতা নির্ভরশীল। তাই পাবলিক সার্ভিস জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিচালনাও সরকারের সফলতার একটি মাপকাঠি। জনপ্রশাসনের সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় এবং জনগণের সমর্থনে আমরা ‘রূপকল্প-২০২১’ এবং ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারব এবং এর মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর স্বপ্নের ‘সোনার বাংলা’র বাস্তবায়ন হবে।

– মো: আবুল ফজল মীর

জেলা প্রশাসক, কুমিল্লা ।

আর পড়তে পারেন