শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ঈদের পোষাক পছন্দ না হওয়ায় চৌদ্দগ্রামে কিশোরের আত্নহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১২, ২০১৮
news-image

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে ঈদের পোশাক পছন্দ না হওয়ায় আরিফ হোসেন (১৫) নামের এক কিশোর গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করেছে।

সে উপজেলার শুভপুর ইউনিয়নের কাদৈর গ্রামের রিক্সাচালক আবুল কালামের পুত্র।

মঙ্গলবার (১২জুন) সকাল ১০টায় নিহতের নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূূত্রে জানা যায়, নিহত আরিফ একগুয়ে প্রকৃতির। গত সোমবার সে দরিদ্র রিক্সাচালক পিতার নিকট ঈদের কেনাকাটার জন্য ৩ হাজার টাকা দাবী করে। দরিদ্র পিতা এত টাকা না দিতে পেরে পরেরদিন আরিফের জন্য বেশকিছু পোশাক কিনে বাড়ি নিয়ে আসে। কিন্তু বাড়িতে আনা পোশাকগুলো আরিফের পছন্দ হয়নি। এতে সে রাগান্বিত হয়ে পিতা-মাতার সাথে ঝগড়ায় লিপ্ত হয়। ঘটনার দিন মঙ্গলবার সকালে পিতার রিক্সায় করে মা হাসমতের নেছা ছোট ছেলের ঔষধের জন্য বাজারে যায়। আরিফকে ঘরে রেখে এসময় ঘরের ১টি দরজা তালা দিয়ে আরেকটি দরজা খোলা রাখে সে। ঘন্টাখানিক পরে মা আরেক ছেলের রিক্সায় বাড়ি এসে দেখে খোলা রেখে যাওয়া দরজাটি ভিতর থেকে আটকানো। এসময় তাৎক্ষনিক চিৎকার করে আরেক রুমে গিয়ে দেখে গলায় ওড়না পেছিয়ে ঘরের ভুতুরের সাথে আত্মহত্যা করেছে ছেলে আরিফ।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল ফয়সল জানান, আত্মহত্যার ঘটনা জানার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে পৌছেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লায় প্রেরণ করা হবে।

আর পড়তে পারেন