বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

উপজেলা পরিষদ নির্বাচনে নবীনগরে চেয়ারম্যানসহ ১৪ জনের মনোনয়নপত্র জমা

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৫, ২০১৯
news-image

মো. দেলোয়ার হোসেন, নবীনগর;
নির্বাচন কমিশন কর্তৃক তফসিল মতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। এরই প্রেক্ষিতে সোমবার (০৪/০২) মনোয়নপত্র জমা দেওয়ার শেষদিনে রির্টানিং অফিসারের নিকট চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানসহ ১৪জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

চেয়ারম্যান পদে জমা দিয়েছেন তিনজন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নবীনগর উপজেলার সাবেক এম.পি. মরহুম কাজী আকবর উদ্দিন সিদ্দিকের সন্তান কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটু, আওয়ামী লীগের বিদ্রোহী (সতন্ত্র) প্রার্থী মনিরুজ্জামান মনির, আওয়ামী লীগের বিদ্রোহী (সতন্ত্র) প্রার্থী মো. নাছির উদ্দিন, ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ৬জন ও মহিলা ৫জন মনোনয়নপত্র জমা দেন। পুরুষদের মধ্যে মোশারফ হোসেন সরকার, মো.কবির আহম্মদ, জাকির হোসেন সাদেক, সঞ্জয় সাহা, এ,কে,এম আশরাফুল আলম, মো. মমিনুল হক এবং মহিলাদের মধ্যে মাহমুদা আক্তার শিউলী, রোকেয়া বেগম, শিউলী রহমান, মোসাম্মৎ মোছেনা বেগম, মোসাম্মৎ সেলিনা বেগম।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটু এক প্রশ্নের জবাবে বলেন, দল আমাকে মনোনীত করেছে এবং আমি আমার উপজেলার সকল নেতাকর্মীদের সাথে সমন্বয়পূর্বক নৌকার জয়ের ধারাকে অব্যাহত রাখবো পাশাপাশি বিজয়ী হতে পারলে নবীনগর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে দেশবাসীর কাছে তুলে ধরবো।

আর পড়তে পারেন