শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা: সুখ দুঃখের স্মৃতি

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৮, ২০২১
news-image

 

মোঃ আবদুর রহিম:

এই পথ এই মাঠ এই সেই গাঁ,
যেথায় এলে মনে হয় ডাকে যেন মা।
মা, মাটি ও এই মাঠ এক ও অভিন্ন,
এইখানেই খুঁজে ফিরি বাবার পায়ের চিহ্ন।

খোলা মাঠ, মুক্ত হাওয়া ফসলের হাসি,
মোহনীয় সুর তুলতো রাখালের বাঁশি।
কত খাল কত বিল কত নদীনালা,
কত ফুল কত ফল কত গাছপালা।

কত খেলা কত মেলা কত ছিল গান,
বুনো ফুলে ছিল ভরা প্রকৃতির বাগান।
মানুষে মানুষে ছিল কত মিল ঝিল,
শাপলা শালুকে ভরা ছিল বিল-ঝিল।

অনেককিছু হারিয়েছি যা ছিল অমূল্য,
অনেককিছু পেয়েছি যা হবে না তার তুল্য।
এখনও অনুভব করি এই মাটির টান,
শুঁকে নেই বারবার এই মাটির ঘ্রাণ

লেখক:

মোঃ আবদুর রহিম
সহকারি শিক্ষক, সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

আর পড়তে পারেন