মঙ্গলবার, ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কুমিল্লায় আওয়ামী লীগ নেতা ও দলিল লেখক আব্দুস সামাদ আটক

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৬, ২০২৫
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। আটককৃত ব্যক্তি হলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পেশায় দলিল লেখক আব্দুস সামাদ।

সোমবার (৬ অক্টোবর) দুপুর ১টার দিকে কুমিল্লা শহরের কোতোয়ালি থানাধীন ফৌজদারি এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম।

আব্দুস সামাদ কুমিল্লা সদর উপজেলার ৬নং জগন্নাথপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বারাপাড়া কৃষ্ণপুর এলাকার বাসিন্দা। তিনি আব্দুল হক ও মনোয়ারা বেগমের পুত্র।

জানা গেছে, আব্দুস ছামাদ দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত। তিনি কুমিল্লা-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন বাহারের ঘনিষ্ঠ সহযোগী ও আস্থাভাজন কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

তার গ্রেফতারের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো না হলেও, ওসি মহিনুল ইসলাম জানিয়েছেন, “বিশেষ কারণে তাকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

আর পড়তে পারেন