বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার রাজগঞ্জে ওজনে কারচুপি, ২০ হাজার টাকা জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২৬, ২০২২
news-image

 

মোঃ উজ্জ্বল হোসেন বিল্লালঃ

কুমিল্লায় ওজনে কারচূপি করার অপরাধে এক দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২৬ আগষ্ট) নগরীর রাজগঞ্জ বাজারে মুরগীর দোকা‌নে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর কুমিল্লা।

জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর কুমিল্লার সহকারী প‌রিচালক মো. আছাদুল ইসলাম বলেন, মুরগী বি‌ক্রি ক‌রে‌ছেন ২‌ কে‌জি ১০০ গ্রাম ওজন ক‌রে, পুনরায় পরিমাপের মাধ্যমে যাচাই ক‌রে দেখা গেল ১ কেজি ৭২০ গ্রাম। ২ কে‌জি‌ মুরগীতে ৪০০ গ্রাম কম। দামের হিসেবে ১১৬ টাকা কম। তদার‌কির মাধ্যমে রাজগ‌ঞ্জের রু‌বেল ব্রয়লার হাউজ‌কে ২০ হাজার টাকা জ‌রিমানা হয়েছে। এ সময় তার দোকানে থাকা প‌রিমাপক যন্ত্র জব্দ ক‌রে ধ্বংস করা হয়। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ‌্য প‌রিদর্শক এ‌কে আজাদ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম। উ‌ল্লেখ্য, এসময় বিভিন্ন দোকান পর্যবেক্ষন করা হয়।

আর পড়তে পারেন