বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় আফজল খান স্মরণে স্মরণকালের বৃহৎ নাগরিক শোক সমাবেশ

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২৫, ২০২১
news-image

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার প্রবীণ আওয়ামী লীগ নেতা ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আফজল খান স্মরণে এক বিশাল নাগরিক শোক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এই শোক সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, জাসদ (ইনু) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. শিরীন আক্তার এমপি, র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি, মুজিবুল হক মুজিব এমপি, এডভোকেট আবুল হাসেম খান এমপি, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুম সুলতানা এমপি, সাবেক এমপি মো. মনিরুল হক চৌধুরী, এফবিসিসিআইয়ের পরিচালক আফজল খানের বড় ছেলে মাসুদ পারভেজ খান ইমরান, কুমিল্লা মহানগর আওয়ামীলীগ নেতা নুর উর রহমান মাহমুদ তানিম, কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা কবিরুল ইসলাম শিকদার প্রমুখ।

শুক্রবার বিকালে কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত শোক সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মোসলেহ উদ্দিন আহমেদ।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের সকল আন্দোলনে কিংবদন্তি রাজনীতিবিদ আফজল খানের অবদান আছে। তিনি একজনই। কুমিল্লার শিক্ষাঙ্গনেও আফজল খানের অবদান আজীবন চির স্মরণীয় হয়ে থাকবে। এমপি-মন্ত্রী হওয়া যায়, কিন্তু গণমানুষের নেতা হওয়া যায় না। আফজল খান ছিলেন গণমানুষের নেতা। দলমত নির্বিশেষে সকল রাজনীতিবিদ আফজল খানকে ভালবাসে। এর প্রমাণ কুমিল্লাবাসি দিয়েছে আফজল খানের স্মরণকালের বৃহৎ জানাজা ও আজকের স্মরণসভার মধ্য দিয়ে।

আর পড়তে পারেন