বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২৭, ২০১৭
news-image

 

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লায় দেশের সাড়া জাগানো রাজনৈতিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন- এনডিএম’র উদ্যোগে মতবিনিময় ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে কুমিল্লাস্থ গ্রীণ ক্যাসেল রেষ্টুরেন্টের হলরুমে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনডিএম’র মহাসচিব বিশিষ্ট্য শিক্ষাবীদ অধ্যাপক আব্দুল্লাহ মোঃ তাহের। জাতীয়তাবাদী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহবায়ক (সম্মেলন প্রস্তুতি কমিটি) ইসমাইল হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন এনডিএম’র চেয়ারম্যান ববি হাজ্জাদের ব্যাক্তিগত সহকারী মোমিনুল আমিন, জাতীয়তাবাদী যুব আন্দোলনের আহবায়ক লায়ন নুরুজ্জামান হীরা। কেন্দ্রীয় ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুদ রানা জুয়েলের পরিচালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রআন্দোলনের দপ্তর সম্পাদক তাসনিম আহমেদ শ্যানন, কেন্দ্রীয় যুব আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য বেলাল হোসাইন, কুমিল্লার এনডিএম নেতা এ্যাডভোকেট একেএম তামিমুল কবির, কুমিল্লা জেলা যুব আন্দোলনের স্বমন্বয়ক কামরুল হাসান টিপু, কুমিল্লা জেলা ছাত্র আন্দোলনের স্বমন্বয়ক জিএম সারোয়ার জাবেদ, জগন্নাথ ভার্সিটি ছাত্র আন্দোলনের সমম্বয়ক সালমান হোসেন প্রমুখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ মো ঃ তাহের বলেন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ কোন রাজনৈতিক উচ্চাভিলাসী পরিবারের সন্তান নয়। জাতীর এক ক্রান্তিলগ্নে এনডিএম’র প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে দেশের প্রধান ২টি দলেই গণতন্ত্রের কোন চর্চা নেই। আছে শুধু দোষারোপ আর দুর্ণীতির চর্চা। জবাবদিহীতামুলক গণতন্ত্রের প্রবক্তা ববি হাজ্জাজের হাত ধরেই জাতী জবাবদিহিতামুলক গণতন্ত্র, ধর্মীয় মুল্যবোধ, অর্থনৈতিক মুক্তি এবং বাংলাদেশী জাতীয়তাবাদের সমন্বয়ের এক বাংলাদেশ উপহার পাবে।
সভাপতির বক্তব্যে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহবায়ক ইসমাইল হোসেন বলেন, ববি হাজ্জাজের হাত ধরেই দেশের মানুষ অর্থনৈতিক মুক্তির স্বাধ পাবে। এ সময় তিনি বৃহস্পতিবার বিকেলে বরুড়া উপজেলার মতবিনিময় সভা সফলে সকলের সহযোগীতা কামনা করেন।

আর পড়তে পারেন